লক্ষ্মীপুরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে লক্ষ্মীপুর জেলার প্রগতি লেখক সংঘ।

সুলতানা মাসুমা।লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতি নিবেদিত কবিতা পাঠ ও সঙ্গীতানুষ্ঠান আজ লক্ষ্মীপুর মুক্তিযোদ্ধা কার্যালয়ে সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সুরাইয়া জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, লক্ষ্মীপুর জেলা শাখা উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়
বীর মুক্তিযোদ্ধা কবি আমির হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেহের নিগার, শিক্ষাবিদ ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মাইন উদ্দিন পাঠান, বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম কবি মো. জাকির হোসেন কামাল, বিশিষ্ট কবি মুজতবা আল মামুন।
অনুষ্ঠান সঞ্চালনায় কবি ফারুক হোসেন শিহাব ও তত্ত্বাবধানে কবি অংকুর দেবনাথ ছিলেন। কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী আফ্রিদা আফরিন হৃদিতা, হোসনেয়ারা ফেরদৌস কানন ও সহকারী অধ্যাপক  সুলতানা মাসুমা বানু। কবিতা পাঠ করেন কবি অ আ আ আবির আকাশ ও কবি এস এম জাহাঙ্গীর।
পরে রাফিয়া আক্তার রেশমা ও মাহতাব উদ্দিন আরজু’র নির্দেশনা ও গ্রন্থনায় লক্ষ্মীপুর আবৃত্তি সংসদের শিল্পীরা দলীয় আবৃত্তি এবং নিজাম উদ্দিনের পরিচালনায় মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমাণ্ডের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে।
সবশেষে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কবি মিঞা মাহবুব, আব্দুল হান্নান সাগর, ইউসুফ মাহমুদ সংগ্রাম, মাসুম জুলকারনাইন, আব্দুল্লাহ আল মামুন, এস কে রিয়াদ,প্রভাষক গাজি নিজাম উদ্দিন সহ প্রগতির সংগঠকবৃন্দ।
Exit mobile version