মুহা: আক্তারুজ্জামান।
সোমবার ১ জানুয়ারি ২০২৪ ইং তারিখে লক্ষ্মীপুরের দালাল বাজার এ অবস্থিত দারুল ফালাহ মডেল আলিম মাদ্রাসার বই উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত বই উৎসব অনুষ্ঠানে আলফালাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আজাদ কোবির রানু
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সেক্রেটারি এবং লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজের প্রভাষক নুরুল হুদা পরান মাদ্রাসার অধ্যক্ষ এম এ আহাদ এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা নতুন বছরে নতুন উদ্যমে প্রতিযোগিতা পূর্ণ পড়ালেখায় অংশগ্রহণ করার প্রতি গুরুত্বারোপ করেন। বছরের শুরুতে বই পেয়ে শিক্ষার্থী এবং অভিভাবকেরা সন্তোষ্টি প্রকাশ করেন।