মুহাঃ আক্তারুজ্জামান, স্টাফ রিপোর্টার।
লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজের শিক্ষিকদের শিক্ষাসফর অনুষ্ঠিত হয়েছে। সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে ১৫/০১/২০২৪ তারিখ সোমবার লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজের সকল শিক্ষক ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষাসফরের নেতৃত্ব দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব হারুনুর রশিদ। শিক্ষাসফরে মজু চৌধুরীর হাট, চরমেঘা, নৌকা ভ্রমণ, সহ গুরুত্বপূর্ণ প্রদর্শনীয় স্থান গুলো ভ্রমণ করা হয়। এছাড়াও ফুটবল এবং ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।
শিক্ষকেরা চর এলাকায় চাষ হওয়া মিষ্টি কুমড়া, লাউ, লাউশাক, কচি শসা সহ বিভিন্ন ধরনের শাক সবজি ক্রয় করেন।
সফরে খাদ্য বিভাগের দায়িত্ব পালন করেন ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক নুরুল হুদা পরান ও হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক মশিউর রহমান। তারা একটু পর পর বিভিন্ন ধরনের খাদ্য পরিবেশন করেন বিশেষ করে শিশুদের মাঝে শিশু উপযোগী খাবার বিতরণ করেন।
সফরে সবচেয়ে বেশি আনন্দ করে শিক্ষকদের সন্তানেরা। তাদের আনন্দ উল্লাস ছিল উল্লেখ করার মত। কলেজর গণিত বিভাগের প্রভাষক বলেন শীতের কারণে প্রথমে আসতে চাচ্ছিলাম না কিন্তু এখানে আসার পর সন্তানদের আনন্দ দেখে অনেক ভালো লেগেছে। তাছাড়া আজ শীত কম এবং রোদ উঠেছে। মোট কথা সফর টা অনেক ভালো লেগেছে। কলেজের পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক বলেন গত কয়েকদিন যাবত শীত বেশি ছিল কিন্তু আল্লাহর রহমতে আজ শীত কম এবং রোদও উঠেছে। আলহামদুলিল্লাহ সফর টি অনেক ভালো লেগেছে।
সফরে সাথে ছিলেন লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজের ছাত্রী সাজেদা আক্তার সাথীর ভগ্নীপতি মোহাম্মদ আলী, তার সহযোগিতা এবং আপ্যায়ন ছিল উল্লেখ করার মত। আপ্যায়নের পর তার নিজস্ব গরুর খামার, মোরগ এর ফার্ম, মাছের প্রকল্প, গাছের বনায়ন, বিভিন্ন ফল, সবজি এবং বিভিন্ন চাষাবাদ ঘুরে দেখান। তিনি শিক্ষকদের লেবু, কুমড়া সহ বিভিন্ন ধরনের ফল উপহার দেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব হারুনুর রশিদ বলেন আমরা শহরের পরিবেশ থেকে গ্রাম পেরিয়ে নদী পার হয়ে চরে এসেছি রিফ্রেশ হওয়ার জন্য। একাডেমিক শিক্ষার সঙ্গে প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বিতরন করতে হবে। আমরা মাঝে মাঝে এই রকম শিক্ষা সফর অব্যাহত রাখব ইনশাআল্লাহ।