সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান)ঃঅন্যান্য বছরেরমত এবারও লামা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে রবিবার লামা প্রেসক্লাব মিলনায়তনে(তৃতীয় তলা )বিকেল সাড়ে ৫টার দিকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।এতে প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়–য়ার সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল,নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা জাবেদ কায়সার,পৌরসভা মেয়র জহিরুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান,জেলা পরিষদ সদস্য শেখ মাহবুবুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান মো জাহেদ উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাস,সহকারি বন সংরক্ষক খন্দকার মোহাম্মদ গিয়াস উদ্দিন,জেলা সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মনিরুল ইসলাম, লামা সদর রেঞ্জ বন কর্মকর্তা মোহাম্মদ আতিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাস প্রমুখ ।এছাড়া লামা প্রেসক্লাবের সাংবাদিকসহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিক ও গোয়েন্দা সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।এসময় প্রধান অতিথি মোস্তফা জামাল বলেন,প্রতিবারই লামা প্রেসক্লাবের আয়োজনে ভিন্নতা থাকে ।এবারও তার ব্যতিক্রম নয়।জাঁকজমকপুর্ণ আয়োজনের জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। এসময় তিনি আরো বলেন ,আপনাদের লেখনীর মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকা-কে সাধারণ মানুষের নজরে নিয়ে আসতে হবে।ইফতার মাহফিলের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লামা কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা আজিজুল হক ।পরে সকল সাংবাদিক ও সুধীজনরা ইফতারে অংশ নেন ।
বঞ্চনা নিরসনে করা কমিটির মেয়াদ বাড়ালো সরকার
আওয়ামী লীগ সরকারের আমলে (২০০৯-২০২৪ সাল) নানাভাবে বঞ্চিত কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে গত বছরের ১৬ সেপ্টেম্বর কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার।...