সাহাব উদ্দিন রিটু,বান্দরবান : লামা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউনো মোহাম্মদ কামরুল হোসেন চৌং এর বিদায় জনিত সংবর্ধনা দেওয়া হয়েছে।সোমবার(১০ ডিসেম্বর) বিকেল ৪ টায় প্রেসক্লাব মিলনায়াতনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।অনুষ্টিত সংবর্ধনায় সাংবাদিক নের্তৃবৃন্দ বিদায়ী ইউনো’র স্মৃতিচারণ করে বলেন,আপুনি একজন উপজেলা প্রশাসক,পৌর প্রসাশক ও একজন ইউনো হিসেবে লামার গণমানুষের সাথে মিশে আন্তরিকতা দিয়ে যে ভাবে কাজ করেছেন তা সচারচর সকল ইউনোদের মধ্যে দেখা যায় না।আপনার ভালো কাজগুলির মধ্যে বিশেষে করে ৩০ বছর ধরে আর্বজনায় পরিপূর্ণ বাজারের একমাত্র পুকুরটি সংস্কার,অন্ধকারাচ্ছন্ন গ্রামে শিক্ষার আলো ছড়াতে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা,একটি মহিলা কলেজ স্থাপনে ফান্ড গঠন ও বোর্ডের অনুমতি এনে দেওয়া লামাবাসী আজীবন আপনার এ কৃতিত্ব স্মরণ করবে।এসব ভালো কাজগুলি ভবিষ্যতে আপনার পদোন্নতিতে সহায়ক ভুমিকা হিসেবে পালন করবে।তানফিজুর রহমানের সঞ্চালনায় বিদায়ী অতিথি বলেন,ইউনো হিসেবে লামা আমার প্রথম কর্মজীবন।এখানে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি, আমার পরবর্তী কর্মস্থলেও যাতে তা পাই সে আমার জন্য সে দোয়া করবেন।সংবর্ধনায় প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান,সহসভাপতি মো. তানফিজুর রহমান, যুগ্ন সম্পাদক মো. ফরিদ উদ্দিন,অর্থ সম্পাদক সাহাব উদ্দিন রিটু, ইত্তেফাক প্রতিনিধি মোহাম্মদ কামালুদ্দিন,রিপোর্টাস ক্লাব সভাপতি মো. তৈয়ব আলী, মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম,সাংবাদিক ফোরাম সম্পাদক নুর মোহাম্মদ মিন্টু প্রমুখ।এসময় আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক এম বশিরুল আলম,মংচিং প্রু মার্মা,রফিকুল ইসলাম,বেলাল উদ্দিন।
পরে বিদায়ী অতিথি মোহাম্মদ কামরুল হাসান চৌং কে লামা প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাব নের্তৃবৃন্দ।