শহীদ মিনারে জুতা পায়ে ইউপি চেয়ারম্যান  প্রার্থী!

এর মধ্যেই ঘটল এক কাণ্ড।

সাকিব আল হাসান
রৌমারী(কুড়িগ্রাম) :

আসন্ন পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের আমেজ গোটা দেশের ন্যায় রাজীবপুরেও ছড়িয়ে পড়েছে। নির্বাচন উপলক্ষে বিভিন্ন প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিচ্ছেন। এর মধ্যেই ঘটল এক কাণ্ড।

এক ইউপি চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়ে জুতা পায়ে শহীদ মিনারে উঠে ফটোসেশন করেছেন। ঘটনাটি ঘটেছে রাজীবপুর উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে।

গত মঙ্গলবার দুপুরে মনোনয়ন জমা দিয়ে জুতাসহ শহীদ মিনারে নেতাকর্মীদের নিয়ে ফটোসেশন করেন মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ হুমায়ুন কবির ছক্কু। এ ঘটনায় সমালোচনা চলছে পুরো ইউনিয়নে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান  প্রার্থী হুমায়ুন কবির ছক্কু। তিনি মনোনয়ন জমা দিয়েই উল্লাসে ফেটে পড়েন। নেতাকর্মীদের নিয়ে মত্ত হন ফটোসেশনে। বিভিন্ন স্থানে ফটোসেশন করার পর চলে যান শহীদ মিনারে। শহীদ মিনারে জুতাসহ উঠে নেতাকর্মীদের নিয়ে ফটোসেশন করেন।

বিজয়ের মাসে এমন ন্যাক্কারজনক ঘটনায় সমালোচনা শুরু হয় পুরো উপজেলাজুড়ে।

এ ব্যাপারে অভিযুক্ত হুমায়ুন কবির ছক্কু বলেন, ‘আসলে জুতা নিয়ে শহীদ মিনারে উঠাটা ঠিক হয়নি। এজন্য আমি দুঃখিত। সরি ভাই সরি।’

রাজীবপুর উপজেলার নাম প্রকাশ না করার শর্তে এক মুক্তিযোদ্ধা বলেন, ‘এটা শহীদ মিনারকে অবমাননা করার সামিল। শহীদ মিনারে জুতাসহ উঠে ছবি তোলা সত্যিই হৃদয় বিদারক। আমার অনেক খারাপ লেগেছে বিষয়টি। এটা আমাদের জন্য লজ্জাজনক।’

Exit mobile version