বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় পৈত্রিক সম্পত্তি জবরদখল করে নির্মান কাজ করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে উক্ত জমিতে বিজ্ঞ আদালতের বিধিনিষেধ থাকলেও আইন অমান্য করে জমিতে প্রাচীর নির্মান করছেন বলে জানা যায়। শার্শা উপজেলা সদরের স্বরুপদাহ গ্রামে এ ঘটনা ঘটে। এঅবস্থায় নিজেদের পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির প্রকৃত মালিক আব্দুস সাত্তারের ছেলে আবদুল করিম। ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, উপরোক্ত বিবাদী ০১। চামিলি আক্তার স্বামী আমিনুর রহমান, ০২। মনির হোসেন ও আমিনুর রহমান উভয় পিতা ইনছান সরদার একই এলাকার বাসিন্দা। বাদী আব্দুল করিমের সাথে বিবাদীদের সঙ্গে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় যশোর বিজ্ঞ আদালতে একটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। মামলার প্রেক্ষিতে আদালত সংশ্লিষ্ট জায়গার ওপর বিধিনিষেধ প্রদান করলেও আইন অমান্য করে উক্ত সম্পত্তি জবরদখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মর্মে অভিযোগ দায়ের করেন। শুধু তাই নয় বিবাদীগণ ওই সম্পত্তি জোরপূর্বক জবর দখল করে প্রাচীর নির্মাণ কাজ করেছেন ইতোমধ্যে । এসময় কাজে বাধা দিলে বিবাদীরা বাদীপক্ষকে প্রভাব খাটিয়ে মারতে উদ্ধত হয় এবং অকাথ্য ভঅষায় গালিগালাজ করে। অভিযোগ বলা হয় বাদীপক্ষ জমির দাবী করতে আসলে তাদের পরিবারের সকল সদস্যদেরকে মেরে ফেলার হুমকি দেয় বলে জানান আব্দুল করিম। রবিবার সকালে সরজমিনে গেলে দেখা যায় শার্শার কামার বাড়ি টু কাশিপুর সড়কের কোল ঘেঁষে স্বরুপদাহ অংশে একটি জমিতে সীমানা প্রাচীর নির্মান কাজ চলছে। তথ্যঅনুসন্ধানে জানা যায়, বিগত ২২/১০/২০১২ ইং সালে ১ ও ২ নং বিবাদীর ভাবি চামিলি আক্তার বাদীর দুই ভাই যথাক্রমে আ: রশিদ ও আব্দুল মজিদের কাছ থেকে তাদের অংশের জমি ক্রয় করে। যার দলিল নং-৮০৩১। ১ ও ২ নং বিবাদীগণ তাদের অংশ মোতাবেক জমি বাদেও বাদীর বাকি অংশ জমিতে জোরপূর্বক জবরদখল করে কাটা তারের বেড়া দিতে গেলে বিবাদে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এসময় স্বাক্ষীগণ উপস্থিত থাকায় বিবাদীরা বাঁধার মুখে স্থান ত্যাগ করে। পরেক্ষণে চলে যাওয়ার সময় বিবাদীগণ বিভিন্ন হুমকি ধামকি দেয় এবং একসময় তারা যে করে হোক জমি দখলে নিবে বলে শাসিয়ে যায়। এমতাবস্থায় বাদী তার পৈত্রিক সম্পত্তি যেন বিবাদীরা না নিতে পারে সে কারণে উক্ত জমিতে ১৪৪ ধারা সহ বিজ্ঞ আদালত যেন ওই জমিতে বিধিনিষেধ আরোপ করেন তার জন্য বিজ্ঞ আদালতে সুবিচার পেতে আর্জি পেশ করেন। বাদী আব্দুল করিম তার অভিযোগে বলেন, বর্তমানে বিবাদীগণ আমার পৈত্রিক সম্পত্তি জবরদখল করে প্রাচীর নির্মান করছে। এলাকার কিছু মাস্তান টাইপের লোকজন দিয়ে আমাকে ও পরিবারকে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। উক্ত জমিতে গেলে প্রাণে মেরে ফেলা সহ নানান রকম হয়রানি ও ক্ষতি করার চেষ্টা করছে। এ বিষয়ে গত ০৯/১০/২০২২ ইং তারিখে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। বিষয়টি সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিবেন এমনটাই কামনা করছি। এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে একটি অভিযোগ হয়েছে। থানা পুলিশ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।