সখীপুরে সরকারি সংরক্ষিত ভূমিতে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে দুই জনকে জরিমানা

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল)
টাঙ্গাইলের সখীপুরে সরকারি সংরক্ষিত ভূমিতে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে উপজেলা কালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব সিকদারকে ১ লাখ টাকা এবং প্রতিমা বংকী পূর্ব পাড়া এলাকার কেফাতুল্লার ছেলে জামাল হোসেনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার(০৭ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ ব্যাপারে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা জানান, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারার লঙ্গনের দায়ে ১৫ ধারায় ওই দুই মাটি ব্যবসায়ীকে ১ লক্ষ ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
Exit mobile version