‘এটা একটা স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ। আমরা রাস্তায় বের হতে পারছি না। বাসার ছাদে আমি আমার সন্তানকে নিয়ে উঠতে পারছি না। প্রতিমুহূর্তে প্রাণহানির আশঙ্কায় আছি।’ এমন ভাবেই নিজের প্রাণহানির আশঙ্কার কথা জানালেন চিকিৎসক মৌলি আখন্দ।
শুক্রবার (২ আগষ্ট) সকালে বাংলামোটরে ‘গণহত্যা ও দেশব্যাপী নিপীড়নের প্রতিবাদে’ কবি-লেখক সমাজের মানববন্ধনে এসব কথা বলেন কবি ও চিকিৎসক মৌলি আখন্দ।
আয়োজিত মানবন্ধনে বক্তারা জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের হত্যার বিচার চান।
মৌলি আখন্দের প্রশ্ন এত গুলো তাজা প্রাণ অকালে চলে গেলো। কারও কোন দুঃখ প্রকাশ নেই।
জানমালের নিরাপত্তা চেয়ে তিনি বলেন, আমরা অ্যাম্বুল্যান্সে যাতায়াত করেছি। আমার ব্যাগ চেক করা হয়েছে। ফোন চেক করা হয়েছে। এই বাংলাদেশ লাখো শহীদের রক্তে কেনা। আমরা সন্তানের নিরাপত্তা চাই, জানমালের নিরাপত্তা চাই।
এসময় উপস্থিত ছিলেন কবি পথিক রানা, কবি ও সাংবাদিক আদিত্য নজরুল, আব্দুর রহমান, কবি আবিদ আজম, কবি টোকন ঠাকুর, কাজল শাহ নেওয়াজ, আমির খসরু স্বপন, ইমরান মাহফুজ, সাদাত হোসেন, কিংকর হাসান প্রমুখ।