Site icon দৈনিক দেশের সংবাদ deshersangbad.com

সুন্দরবনে ঐতিহ্যবাহী রাস উৎসব উদযাপন কমিটি গঠন  কামাল উদ্দিন  সভাপতি প্রদীপ   সম্পাদক  

এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট:বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিনকে সভাপতি এবং প্রদীপ বসু সন্তুকে সাধারণ সম্পাদক করে সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী রাস উৎসব উদযাপন কমিটি গঠন করা হয়েছে। শহরের ধানসিড়ি মিলনায়তনে সকলের সম্মতিতে ২৭ সদস্য বিশিষ্ট এই কমিটি করা হয়।

এসময়, নব নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, হিন্দু ধর্মীয় নেতা মধুসূদন দাস, সুমন মজুর দাসসহ রাস উৎসবের সাথে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আগামী ২৫থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ অনুষ্ঠিত হবে। এই উৎসবে সনাতন ধর্মালম্বী ছাড়াও হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীরা অংশগ্রহন করবেন।** ছবি সংযুক্ত আছে।

Exit mobile version