জীবন আচার্য্য
যশোর প্রতিনিধি :-
যশোরে সদর উপজেলার ইছালী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে শহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত রাসেলকে আটক করেছে পুলিশ। ৮ মার্চ শনিবার সদর উপজেলার ইছালী ইউনিয়নের যোগী মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, বেলা ১২টার দিকে ইছালী ইউনিয়নের যোগীমাঠপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শহিদুল ইসলামকে কোদাল দিয়ে পিটিয়ে আহত করে তার চাচাতো ভাই রাসেল। এ সময় স্থায়ীয়রা রক্তাক্ত অবস্থায় শহিদুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এব্যাপারে যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বলেন, কোদালের আঘাতে ভাই হত্যার ঘটনায় অভিযুক্ত রাসেলকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।