স্বাধীনতা পদক প্রাপ্ত ডা.এম আমজাদ হোসেনের পক্ষ থেকে খানসামায় শীতবস্ত্র বিতরণ

কাচিনীয়া বাজারের শহীদ মিনার চত্বরে এবি ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ স্বাধীনতা পদক প্রাপ্ত দেশবরেণ্য অর্থপেডিক চিকিৎসক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.এম আমজাদ হোসেন এর পক্ষ থেকে দিনাজপুরের খানসামায় দুই শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাচিনীয়া বাজারের শহীদ মিনার চত্বরে এবি ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এবি ফাউন্ডেশনের সদস্য জয়ন্ত কুমার রায় ও আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দিলীপ কুমার বিশ্বাস ও বর্তমান যুগ্ম আহ্বায়ক আবু হেনা প্রমুখ।

Exit mobile version