স্বামীর চোখে আকর্ষণীয় হয়ে উঠার জন্য কি করতে হয়? অনেক বেশি সাজগোজ বা ফিটফাট হয়ে থাকা নাকি খুব ভালো আচার আচরণ? হ্যাঁ, অবশ্যই ভালো আচার আচরণ মানুষের মনে অনেক প্রভাব ফেলে কিন্তু তারপরও ছোট কিছু কাজই স্ত্রীকে স্বামীর চোখে আকর্ষনীয় করে তুলতে পারে।
স্বামীর চোখে আকর্ষণীয় ও আবেদনময়ী হয়ে উঠতে খুবই সুন্দর হবার প্রয়োজন নেই, কেবল জানতে হবে কীভাবে নিজেকে আকর্ষণীয় করে তোলা যায়। জেনে নিন ৭টি টিপস।
১) আপনি দেখতে কতটা সুন্দর, তার চেয়ে জরুরি নিজেকে আপনি কীভাবে উপস্থাপন করেন। আপনি মোটা হলে এমন কাপড় পরবেন না, যাতে আরও মোটা দেখায়। রোগা হলে নিজেকে একটু মোটা দেখা যায় সেই চেষ্টা করুন। ছেলেরা ভরাট শরীরের নারী খুব ভালোবাসে। তাই একদম রোগা হবার চাইতে নিজেকে ভরাট শরীরের অধিকারী করে তুলুন। মোটা নারীরা ওজনটা একটু ঝরিয়ে শরীরটা শেপে নিয়ে আসুন।
২) নিজের গায়ের রঙ সম্পর্কে সচেতন হোন, সেটা যেমনই হোক মেনে নিন। এবং সেই হিসাবে সাজসজ্জা করুন। যেটা আপনাকে মানায়, সেটুকুই সাজুন।
৩) নিজেকে স্বামীর কাছে মোহনীয় করার জন্য হালকা সুগন্ধি ব্যবহার করবেন। এটা সেই জিনিস, যা মুহূর্তেই আপনাকে আবেদনময়ী করে তোলে।
৪) আকর্ষণীয় পোশাক পরুন। এমন পোশাক পরবেন না যা অশ্লীল, কিন্তু আপনার সৌন্দর্য যেন প্রকাশিত হয় সেটা লক্ষ্য রাখুন।
৫) সুন্দর করে হাঁটা, হাসা ও কথা বলা অভ্যাস করুন। এই একটি জিনিসই আপনাকে সবচাইতে বেশি আবেদনময়ী করে তুলবে।
৬) নিজের শরীরকে সুন্দর রাখুন অবাঞ্ছিত লোম পরিষ্কার করে। হাত পা নিয়মিত পরিষ্কার রাখুন।
৭) সুন্দর ভাবে খান। একই সাথে কিছু ছোট্ট আচরণ অভ্যাস করুন যেগুলো খুবই “কিউট”।
স্বামীর কাছে স্ত্রীর হক, স্বামীর কাছে আকর্ষণীয় হওয়ার উপায়, স্বামীর কাছে চিঠি, স্বামীর কাছে বদলি হতে পারবেন নারী শিক্ষক, স্বামীর কাছে স্ত্রীর অধিকার, স্বামীকে কাছে আনার আমল, স্বামীকে কাছে আনার দোয়া, স্বামীকে কাছে পাওয়ার দোয়া, স্বামীকে কাছে আনার উপায়, স্বামীর কাছে নিজেকে আকর্ষণীয় করার উপায়, স্বামীকে কাছে পাওয়ার আমল, স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর, স্বামীকে কাছে রাখার উপায়, স্বামীকে কাছে পাওয়ার উপায়, বউ এর কাছে স্বামীর চিঠি, স্ত্রী স্বামীর কাছে কি চায়, নারীরা স্বামীর কাছে কি চায়, স্বামী স্ত্রীর কাছে কি চায়, স্বামী স্ত্রীর কাছে কি চাই, স্ত্রীর কাছে স্বামীর কষ্টের চিঠি, একজন স্ত্রী স্বামীর কাছে কি চায়, স্ত্রীর কাছে স্বামীর ক্ষমা, স্বামীর কাছে স্ত্রীর চিঠি, বউয়ের কাছে স্বামীর চিঠি, স্ত্রীর কাছে স্বামীর চাওয়া, প্রবাসী স্বামীর কাছে স্ত্রীর চিঠি, স্বামীকে কাছে পাওয়ার জন্য কি করতে হবে, স্ত্রীর কাছে স্বামীর রোমান্টিক চিঠি, স্ত্রীর কাছে স্বামীর হক্ব,