সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান): শোভাযাত্রা, ব্যান্ড, ডিসপ্লে প্রদর্শনের মধ্যদিয়ে বান্দরবানের লামায় কোয়ান্টাম ফাউন্ডেশনের কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের ২০ বছর ফুর্তিতে ২দিনব্যাপী পুর্নমিলনী অনুষ্ঠান ‘ঘরে ফিরার আনন্দ উৎসব ২০২২ অনুষ্ঠিত হয়েছে।১ জানুয়ারি শনিবার বেলা ১১টায় কোয়ন্টামের লামা সেন্টারে শিক্ষক-অভিভাবক-শিক্ষাথীদের নিয়ে এ পুর্নমিলনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বরণ্যে কথা সাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।এসময় সহস্রাধিক অতিথির উপস্থিতিতে প্রধান অতিথি থেকে তিনি বলেন,‘জ্ঞান ও ধ্যানের আলো নিয়ে তোমরা এগিয়ে যাও।যতদনি বেঁচে থাকবে আজকের এই পুনর্মিলনীর দিনটি স্মরণ রাখবে। কারণ তোমরা এমন একটি স্কুল থেকে পড়াশোনা করছ যেখানে জ্ঞান ও ধ্যান উভয়রে র্চচা হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক মোটিভিশেন এম রেজাউল হাসান।সন্ধ্যার পরে নব নির্মিত ‘কোয়ান্টা মঞ্চে’ সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গিত শিল্পী এস আই টুটুল ও তার ব্যান্ড দল ধ্রুবতারা। উল্লেখ্য, ২০০১ সালে মাত্র ৭ জন ছাত্র নিয়ে কোয়ান্টাম শিশু কানন নামে স্কুলটি যাত্রা শুরু করে ২০ বছরের পরিক্রমায় এখন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ এবং ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় আড়াই সহস্রাধকি। এসব শিক্ষার্থীদের অধিকাংশই শিশু বয়সে ভর্তি হয়ে কারো ১২ বছর, কারো ১৩/ ১৪ বছর কেটে যায় এই ক্যাম্পাসে।তাই ২০ বছর র্পূতিতে স্কুলটির নতুন-পুরাতন সকল কোয়ান্টাকে নিয়েই পুর্নমলিনী অনুষ্ঠান‘ঘরে ফিরার আনন্দ উৎসব ২০২২’-এর আয়োজন করা হয়েছে।
সংবাদ প্রেরক
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র মাতৃভাষা দিবস পালন
................................................... বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র উদ্যোগে মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল দশটায় বোয়ালখালীতে...