বায়েজিদ, গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের কলাকাটা হামছাপুর গ্রামের নজরুল শেখের বাড়ির গোয়াল ঘড় থেকে ২১ কেজি গাজা উদ্ধার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাত ২.৩০ মিনিটের দিকে গোপন সংবাদে ওই স্থানে অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি দল। । এ সময় মাদক কারবারি নজরুল শেখ (৪০) পুলিশের উপস্থিতি টের পেয়ে স্পটে একটি মোবাইল ফোন, ৭ হাজার ৫৬০ টাকা ফেলে পালিয়ে যায়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও স্থানে অভিযান পরিচালনা করে গাজা উদ্ধার করা হয়।