গোপাল চন্দ্র রায়-ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ ৫ম ধাপের ইউপি নির্বাচনে নীলফামারীর ডোমার ও কিশোরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে উৎসব মূখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
বুধবার রাতে ভোট গননা শেষে বে-সরকারি ভাবে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষনা করেন সংশ্লিষ্ট রির্টানীং অফিসারগন।
নির্বাচনে ডোমার উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৩টিতে নৌকার প্রার্থী, ৩টিতে নৌকার বিদ্রোহী প্রার্থী, দুইটিতে বিএনপি এবং ২টিতে সতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এবং কিশোরগঞ্জের একটি ইউনিয়নে সতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
১১ ইউনিয়নে বেসরকারি ভাবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, ডোমার সদর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম আহমেদ(নৌকা)। সোনারায় ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফিরোজ চৌধুরী(নৌকা)। হরিণচড়া ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের সদস্য রাসেল রানা(নৌকা)। বোড়াগাড়ী ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন( আনারস)। জোড়াবাড়ী ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন বাবু (অটোরিকশা)। গোমনাতী ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি আহমেদ ফয়সাল শুভ(মটর সাইকেল)। বামুনিয়া ইউনিয়নে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মমিনুর রহমান(মটর সাইকেল)। ভোগডাবুড়ী ইউনিয়নে উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু(মটর সাইকেল)। পাঙ্গা মটুকপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম ভূট্টো(চশমা) এবং কেতকীবাড়ী ইউনিয়নে সতন্ত্র প্রার্থী রশিদুল ইসলাম রোমান(অটো রিকশা)। অপরদিকে জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নে সতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান হাফিজার রহমান হাফি(ঘোড়া) বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। পঞ্চম ধাপে কিশোরগঞ্জ উপজেলার মাত্র একটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।