গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ঐতিহ্যবাহী বোড়াগাড়ী হাটের সরকারি জায়গা দখল করে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে।
সরেজমিন গিয়ে জানা গেছে, ডোমার উপজেলার ঐতিহ্যবাহী বোড়াগাড়ী হাটের সরকারি জায়গা নিজের দাবি করে সম্প্রতি একটি ৩০হাত লম্বা টিনের ঘর উত্তোলন করে দখল করে নেন পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মটুকপুর নদীয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসানুল হক। বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের নির্দেশে ডোমার থানা পুলিশসহ বোড়াগাড়ী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) তহিদুল ইসলাম ঘর তৈরিতে বাধা প্রদান করে লাল পতাকা টাঙ্গিয়ে দেন এবং সেখানে কোন প্রকার নির্মাণ কাজ না করার জন্য নির্দেশ দেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র নিকট হাটের ওই জায়গাটি সরকারি খাস খতিয়ানের তোহা বাজার ভুক্ত হিসেবে প্রতিবেদন দাখিল করেন তহশিলদার। জায়গাটি তোহা বাজার ভুক্ত হওয়ায় দীর্ঘদিন ধরে প্রতি সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার সেখানে খোলামাঠে রনজিৎ কুমার দাস নামের এক যুবক শুটকির দোকান করে আসছে এবং অনেকে কাঠের তৈরি রেডিমেড চেয়ার, টেবিল, খাট, পালংকের ভ্রাম্যমাণ দোকান বসিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। পাশাপাশি বিভিন্ন কাঁচা সবজির চারাগাছ যেমন, বেগুন, মরিচ, কপি, পেঁয়াজ, রসুন, ওলকপি, বাধা কপিসহ নানান জাতের কাঁচা সবজির চারাগাছ বিক্রি করে থাকেন। ঘর নির্মাণের ফলে তাদের ভ্রাম্যমাণ ব্যবসায় বিঘ্ন ঘটছে বলে জানান তারা। অভিযোগ রয়েছে, ঘর উত্তোলনের পর মোটা অংকের টাকার বিনিময়ে শিক্ষক হাসানুল হক অনেকের কাছে পজেশন বিক্রি করে দিচ্ছেন। সরকারি নির্দেশনা অমান্য করে নির্মাণাধীন ঘরে বেড়া লাগাচ্ছেন। এ নিয়ে হাট এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সরকারি হাটের জমিতে ঘর উত্তোলনের বিষয়ে হাট ইজারাদার সাইদার রহমান জানান, এ বিষয়ে আমি কিছু জানি না।আমাকে কোন কিছু জানানো হয়নি। শিক্ষক হাসানুল হক জানান, আমি দোকানের পজেশন বিক্রি করি নাই। ধীরে ধীরে ঘরটি ঘিরে নেয়া হচ্ছে।
বোড়াগাড়ী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) তহিদুল ইসলাম জানান, শিক্ষক হাসানুল হক সেখানে কাজ করতে পারবেন না। এ ছাড়া সরকারি জমি বিক্রি করার কোন সুযোগ নাই। তিনি যদি আইন অমান্য করেন তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র দায়িত্বে থাকা ইউএনও নাজমুল আলম বলেন, বিষয়টি দেখে ব্যবস্থা নেয়া হবে।