রংপুর বিভাগীয় প্রতিনিধি: বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি, ফার্মেসি ও ম্যাটস ছাত্র সংগ্রাম পরিষদ রংপুর সিটি আইএসটির শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। আজ ২১ অক্টোবর সোমবার দুপুর ১২টার দিকে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি, ফার্মেসি ও ম্যাটস ছাত্র সংগ্রাম পরিষদ রংপুর সিটি আইএসটির আয়োজনে সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ খাদিমুল ইসলাম নেতৃত্বে ১০ম গ্রেডসহ ৬ দফা দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মো. আল আমিন, সদস্য সচিব বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ রংপুর সিটি আইএসটি, টমাস কুমার, ল্যাব টেকনোলজি প্রমুখ। বক্তারা বলেন, স্বাস্থ্য খাতে মেডিকেল টেকনোলজি গুরুত্বপূর্ণ সেক্টওে বৈষম্যের কোনো সুযোগ নেই। বাংলার ইতিহাসে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে সকল আন্দোলন সংগ্রামের বিজয় অর্জিত হয়েছে ছাত্রদের মাধ্যমে। ছাত্রদের যে কোনো বিষয়ে বৈষম্য করবেন না। অবিলম্বে ছয় দফা দাবি মেনে নেয়ার দাবি জানানো হয়। দাবি সমূহ না মানা হলে লংমার্চ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে আগামী ২২ অক্টোবর একই দাবিতে রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করার ঘোষণা দেন তারা। দাবি সমূহ হলো স্বতন্ত্র অধিদপ্তর গঠন করতে হবে। ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা প্রদান পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধি ও স্বাস্থ্য সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করতে হবে। ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামকরণে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে। বিফার্মসহ সকল অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।
ঢাবিতে আলাদাভাবে বিক্ষোভ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল।...