৮ নং শুলকবহর ওয়ার্ড পলিটেকনিক্যাল শাখার উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী ও ফাতেহা-ইয়াজ দাহুম উপলক্ষে সুন্নি কনফারেন্স অনুষ্টিত

 

গাউছিয়া কমিটি বাংলাদেশ ৮ নং শুলকবহর ওয়ার্ড পলিটেকনিক্যাল শাখার উদ্যোগে ২৭ নভেম্বর রোববার বাদে এশা পবিত্র মিলাদুন্নবী ও ফাতেহা-ই ইয়াজ দাহুম উপলক্ষে বিশাল সুন্নি কনফারেন্স অনুষ্টিত হয়। উক্ত সুন্নি কনফারেন্সে সভাপতিত্ব করেন আলহাজ¦ মোহাম্মদ আজম চৌধুরী, প্রধান অতিথি হিসাবে ব্যক্তব্য প্রধান করেন ঢাকা গাউছুল আজম জামে মসজিদের খতিব সাবেক ভি.পি. আল আজহার বিশ^বিদ্যালয় মিশর আল্লামা শায়েখ সৈয়দ মোহাম্মদ হাসান আজহারী, এতে প্রধান মেহমান হিসাবে আলোচনা পেশ করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের মুখপাত্র গাউছিয়া কমিটি বাংলাদেশের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট মোহাং মোসাহেব উদ্দিন বকতিয়ার, উক্ত কনফারেন্সে প্রধান আলোচক হিসাবে তকবির পেশ করেন এডভোকেট হাফেজ মাওলানা নুর মোহাম্মদ আল কাদেরী, বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন জিয়স পুকুর জামে মসজিদের খতিব হাফেজ মাওললানা ফজলুল করিম আল কাদেরী, নাতে রাসুল (সাঃ) পরিবেশন করবেন শায়েখ মোহাং আয়াজ হাসান নুগায়ের। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনজাত করা হয়।

Exit mobile version