________________________________________
আজ বৃহস্পতিবার (৪ জুলাই ২০২২) সন্ধ্যা সাতটায়
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরীর সাথে উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক একুশে পদকপ্রাপ্ত শিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) এবং দেশের অন্যতম সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের পুরান চাঁদগাওয়ে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রণব রাজ বড়ুয়া ও শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী শ্রী বিপ্লব জলদাস, সাংস্কৃতিক সম্পাদক মোঃ খোরশেদ আলম চৌধুরী, জেলা যুবলীগ নেতৃ জগদা চৌধুরী ঘোষ, প্রমূখ।
উল্লেখ্য যে সংগঠনের পৃষ্ঠপোষক হিসাবে অধ্যাপক পার্থ সারথি চৌধুরীকে মনোনয়ন প্রদান করা হয়।
আরও উল্লেখ্য যে সংগঠনের কর্মকাণ্ড পরিচালনার জন্য ও সংগঠনের শ্রী বৃদ্ধির লক্ষ্যে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন অধ্যাপক পার্থ সারথি চৌধুরী। বিজ্ঞপ্তি
ছবির ক্যাপশন : চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নেতৃবৃন্দ