লক্ষ্মীপুরের রামগঞ্জে মোরশেদ আলম (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার সোনাপুর পানিয়ালা চিতৌশী খালের শামার পোলের গোড়া সংলগ্ন স্থানে মৃতদেহটি পাওয়া যায়।মোরশেদ আলম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলচমা গ্রামের মান্দারি বাড়ির মৃত জবুলাক মিয়ার বড় ছেলে। গত চারদিন ধরে ওই ব্যক্তি নিখোঁজ ছিলো বলে জানায় পরিবারের সদস্যরা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না যাওয়ায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। তার খোঁজে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোষ্ট করা হয়৷ এনিয়ে থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছে।
সোমবার সকালের দিকে স্বজনরা বাড়ির পাশে শামার পোলের গোড়া সংলগ্ন সড়কের পাশে ব্যবহৃত মোবাইল ফোনটি দেখতে পায়। এসময় পাশের খালের ঝোপঝাড়ের আড়ালে তার মৃতদেহের সন্ধান পাওয়া যায়। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
মোরশেদ আলমের ছোট ভাই জহির মিয়া জানান, বৃহস্পতিবার তিনি স্বাভাবিকভাবে বাসা থেকে বের হন। পরে তিনি বাড়িতে না আসায় আমরা বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নড়াইলে নিখোঁজের তিনদিন পর শান্তি বিশ্বাস (৮০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়খোলা গ্রামের টেংরাখালী হাজারতলা মন্দিরের পাশের পুকুরে পড়ে ছিল মরদেহটি। বৃহস্পতিবার দিকে সদর থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। শান্তি বিশ্বাস বিছালী ইউনিয়নের আড়পাড়া গ্রামের দীপেন বিশ্বাসের ছেলে পরিবারের সদস্যরা জানান, গত সোমবার বিকেলে…
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুর কাফনের কাপড়সহ অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। পৌর শহরের ধর্মকুড়া আয়শা মেডিকেল হলের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, ২৮ মে মঙ্গলবার ভোরে পথচারীরা ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া বাজারের আয়শা মেডিকেল হলের সামনে বৃদ্ধের লাশ দেখতে পায়। কে বা কাহারা মৃত…