অবশেষে লিটন দাসকে সুখবর দিল আইপিএল

ক্রিকেট বিশ্বের সবেচেয়ে দামি লিগে ডাক পেলেন বাংলাদেশি ব্যাটসম্যান লিটন দাস। আইপিএলের নিলামের তালিকায় নাম ছিল লিটনের। প্রথম দফায় ডাক পেলেন না। ভাবা হচ্ছিল, ফর্মের তুঙ্গে থাকা লিটন দাস এবারও আইপিএল খেলার সুযোগটা পাবেন না। তবে তা আর হয়নি।

দ্বিতীয় দফার ডাকে বাংলাদেশের এই ওপেনারকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। ভিত্তিমূল্য ৫০ লাখ রূপিতেই তাকে দলে নিয়েছে কলকাতা। কোচিতে হওয়া আইপিএলের এই মিনি নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে একমাত্র লিটনই আইপিএলে দল পেলেন।

শুক্রবার দুপুরে নিলাম শুরুর তৃতীয় সেটে দ্বিতীয় ডাকেই নাম ওঠে লিটনের। কিন্তু তখন কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে নিতে আগ্রহ দেখায়নি। নিলামের নিয়মিত রাউন্ড শেষে অবিক্রিত ক্রিকেটারদের মধ্য থেকে দলগুলির আগ্রহের ভিত্তিতে হওয়া ‘ত্বরিত’ পর্বের প্রথম রাউন্ডেও ওঠেনি তার নাম। তবে এই পর্বের দ্বিতীয় ধাপ অবশেষে সুখবর বয়ে আনে লিটনের জন্য।

এখনও পর্যন্ত ১৬০ টি-টোয়েন্টি খেলে ১৯ ফিফটিতে লিটনের রান ২৩.১০ গড়ে ৩ হাজার ৪৪৩। স্ট্রাইক রেট ১২৩.৯০, সর্বোচ্চ ইনিংস ৭৮ রানের।

আইপিএলে বাংলাদেশের সপ্তম প্রতিনিধি লিটন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাশরাফি বিন মুর্তজাকে দিয়ে শুরু হয় এ দেশের ক্রিকেটারদের আইপিএল অভিযান। কলকাতার হয়েই সাত মৌসুমে ভারতের এই ফ্রাঞ্চাইজি আসরে খেলেন সাকিব আল হাসান। এছাড়াও আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানের পা পড়েছে এই টুর্নামেন্টে।

মুস্তাফিজ থাকবেন আগামী আসরেও। গত আসরের দল থেকে তাকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। নিলামে এ দিন লিটনের পর দল পেয়ে যান সাকিব আল হাসানও। ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতেই তাকে দলে নেয় কলকাতা। তবে তাসকিন আহমেদের নাম উঠলেও তিনি অবিক্রিত রয়ে যান।

তালিকায় থাকা বাংলাদেশের আরেক ক্রিকেটার আফিফ হোসেনের নামই ওঠেনি নিলামে।

Exit mobile version