অভিনয় না করে মেয়ে জাহ্নবী বিয়ে করলে খুশি হতেন শ্রীদেবী

জানিয়ে ছিলেন শ্রীদেবী।

বিনোদন ডেস্ক: বলিউডে অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর। অনেকেই বলেন শ্রীদেবীর মেয়ের পরিচয়ই তাকে দ্রুত সফলতা এনে দিয়েছে। তবে মেয়ে জাহ্নবী কাপুর অভিনয় না করে বিয়ে করলে খুশি হতেন বলে মৃত্যু আগে এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন শ্রীদেবী।

তিনি আরও জানান, জাহ্নবী যখন তাকে অভিনেত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করেন, তিনি খুশি হননি। বরং তার ইচ্ছে ছিল, মেয়ের বিয়ে হয়ে যাক কিন্তু মেয়ের মনের কথা শুনে বাধা হয়ে দাঁড়াননি শ্রীদেবী। সাক্ষাৎকারে শ্রীদেবী বলেছিলেন, ‘যদি দেখি যে জাহ্নবী ভালো অভিনয় করছে, তা হলে খুব খুশি হব।’

 

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী কখনোই বড় মেয়ে জাহ্নবীকে অভিনেত্রী হিসেবে দেখতে চাননি। তিনি মনে করতেন, জাহ্নবী খুবই সহজ সরল। ইন্ডাস্ট্রির জটিলতায় টিকতে পারবেন না। বরং ছোট মেয়ে খুশি কাপুর যে অভিনয়ে নিজের পরিচয় তৈরি করবেন, তা তিনি ধরেই নিয়েছিলেন। যদিও জাহ্নবী ইতিমধ্যেই বলিউডে নিজের নাম উজ্জ্বল করেছেন।

Exit mobile version