অভিভাবকহীন বেরোবি;যেমন ভিসি চান  শিক্ষার্থীরা

সাজ্জাদুর রহমান: বেরোবি প্রতিনিধি
বিপ্লবী ছাত্র জনতার  গণঅভ্যুত্থানে আওয়ামীলীগ সরকারের পতন হয়। এতে  রাষ্টকাঠামো যেমন ভেঙে পড়ে তেমনি বিশ্ববিদ্যালয়গুলোর কাঠামো ভেঙে যায়। এর ব্যাতিক্রম ছিলনা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও। একে একে পদত্যাগ করতে থাকেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,  ,ছাত্র উপদেষ্টা  প্রক্টর, প্রভোস্ট, সহ বিভিন্ন পদের শিক্ষকবৃন্দ৷ ফলে দীর্ঘদিন যাবত স্থবির রয়েছে  বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের নিয়োগ দেশব্যাপী প্রশংসা কুড়িয়েছে।
শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতে ‘কেমন উপাচার্য চান’ বেরোবি শিক্ষার্থীরা? আসন্ন উপাচার্য নিয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন বেগম রোকেয়া  বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সাজ্জাদুর রহমান।
“সংকট মোকাবেলায় যিনি যোগ্য ব্যাক্তিত্ব;যোগ্য ব্যাক্তিকে করবে মুল্যায়ন”
“বেরোবিতে ভিসি হওয়ার জন্য প্রথমেই সঠিক নেতৃত্বের অধিকারী হতে হবে,একজন সৎ, নিষ্ঠাবান শিক্ষক এবং এর পাশাপাশি একজন নৈতিক গুণাবলির মানুষ হতে হবে । যিনি শুধুমাত্র একজন শিক্ষক বা উপচার্য নন একজন অভিভাবক হবেন রেরোবি কাম্পাস, শিক্ষক বা শিক্ষার্থীদের জন্য । এছাড়াও শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি গবেষণায় প্রমাণ্য সাফল্য থাকা উচিত যাতে তিনি শিক্ষার্থী এবং শিক্ষকদের অণুপ্রেরণা হিসেবে কাজ করতে পারেন ।
উপচার্যকে অবশ্যই সুপ্রশাসনিক দক্ষতার সাথে কাজ করতে হবে যাতে বেরোবির ব্যাজট, কর্মচারী নিয়োগ বা সঠিক নীতি প্রণয়ন করতে পারেন । এর পাশাপাশি কাম্পাসের বিভিন্ন চালেজ্ঞ বা বিভিন্ন সময়ের সংকট মোকাবেলা করার জন্য সক্ষমতা অর্জন করতে হবে । পরিশেষে বলতে চাই, উপচার্যকে অবশ্যই নতুন চিন্তা, গবেষণা এবং উদ্ভাবনী চিন্তার অধিকারী হবে যেন বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান, শিক্ষকদের গবেষণার মানসহ শিক্ষার্থীদের গবেষণার মানে উৎসাহ করতে পারেন । যাতে বেরোবির সামুগ্রিক মান এবং শিক্ষার গুণগত মান বজায় রাখতে সহায়ক হয় । “
নাজমুস সাকিব
শিক্ষার্থী, দুর্যোগ ব্যাবস্হাপনা বিভাগ
“ভিসি হবেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের সেতুবন্ধন”
বেরোবিতে এমন ভিসি চাই যিনি সকল শিক্ষার্থীকে নিজের সন্তানের মত দেখবেন।যিনি হবেন সম্পূর্ণ ভাবে অরাজনৈতিক মানসিকতার,এবং শিক্ষার্থীবান্ধব! তার প্রথম গুরুত্ব হবে শিক্ষার্থী কি চায় সেই হিসেবে কাজ করা,দুর্নীতি-অনিয়ম এ পরিপূর্ণ ক্যাম্পাস টির সংস্কার করবেন।
ফারহানা তাসনিম ইমি
শিক্ষার্থী,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
“স্বচ্ছ ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সার্বিক উন্নয়নে সামনে”
নিরপেক্ষ, যোগ্য, সৎ, নৈতিকতাসম্পন্ন, একাডেমিক এবং গবেষণায় দক্ষ, শিক্ষার্থীবান্ধব, প্রশাসন চালাতে দক্ষ, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের আবাসন, এসব বিষয় যাঁর কাছে প্রাধান্য থাকবে, সেই ব্যক্তিকে আমি ভিসি হিসেবে চাই।এছাড়াও কর্মচারী, শিক্ষকসহ সাধারণ শিক্ষার্থীদের কাছে নিজের জ্ঞান, দক্ষতা ও সততার জন্য বেশ গ্রহণযোগ্যতা আছে- এমন মানুষ ভিসি হওয়া উচিত বলে মনে করছি।
ইফতেখার সম্রাট
শিক্ষার্থী,গণিত বিভাগ
“ভিসি লেজুড়বৃত্তিক রাজনীতি সাথে জড়িত হবেন না ;প্রশ্রয় দিবেন না”
বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে, বিশ্ববিদ্যালয়ে  এমন একজনকে  ভিসি  হিসাবে  চাই যিনি সকল প্রকার লেজুড়বৃত্তিক রাজনীতির সাথে জড়িত নয়,, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ  ন্যায়পরায়ণ,   প্রত্যেক বছরের আয়- ব্যয় বিবরণী জনসম্মুক্ষে প্রকাশ,, শিক্ষকদের লালদল -নীলদল  সকল প্রকার রাজনীতি নিষিদ্ধকরন, সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান ও অবশ্যই শিক্ষার্থীবান্ধব হতে  হবে।
Exit mobile version