জুটি বাঁধলেন শিরিন শিলা ও ডেবিড //
ঢাকাই সিনেমায় নতুন নায়ক ডেবিড //
একজন লেখকের গল্পে নির্মিত হয়েছে সিনেমা ‘দ্যা রাইটার’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও অধরা খান এবং ডেবিড সরকার ও শিরিন শিলা। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করবেন ডেবিড।
জানা গেছে, লেখালেখির জনপ্রিয়তা, তাড়না ও লেখকের ব্যক্তি জীবন নিবিরভাবে উঠে আসবে পর্দায়। থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমাটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা অপূর্ব রানা। সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন এ এইচ এনামুল হক।
সিনেমাটিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন নবাগত নায়ক ডেবিড সরকার। তিনি বলেন, ‘একজন লেখকের জীবন নিয়ে সিনেমার গল্প। গল্পে চমক আছে। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শকদের পছন্দ হবে।’