অভয়নগরে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ১০০পিস বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সুজয় সাহা (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ মার্চ) বিকালে উপজেলার বুইকরা গ্রামে গরুহাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুজয় সাহা উপজেলার নওয়াপাড়া কালীবাড়ী মন্দির সংলগ্ন মৃত সুব্রত সাহার ছেলে।
পুলিশ জানায়, মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে উপজেলার বুইকরা গরুহাটা এলাকায় অভিযান চালানো হয়। এসময় সুজয় সাহা নামে এক যুবকের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ১০০ পিস বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মঙ্গলবার সকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান কালের কণ্ঠকে জানান, বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সুজয় সাহা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version