অভয়নগর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

পুলিশের ওপেন হাউজডের

রকিবুল ইসলাম রুবেল,অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোর জেলার অভয়নগর থানা পুলিশের ওপেন হাউজডের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গনে ওপেন হাউজডে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। পুলিশের কর্মকান্ড আরও স¦চ্ছ ও জবাবদিহি মূলক করে পুলিশের উপর জনগণের আস্থা বৃদ্ধিতে থানা এলাকার বিভিন্ন স্তরের জনগণের সাথে পুলিশ ওপেন হাউজডে অনুষ্ঠান করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার(খ সার্কেল) মুকিত সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল, নওয়াপাড়া পৌরসভার পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, নওয়াপাড়া সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া সার সিমেন্ট ও খাদ্যশষ্য সমিতির সাধারন সম্পাদক শাহ জালাল হোসেন, নওয়াপাড়া পৌর সভার প্যানেল মেয়র মিজানুর রহমান, নওয়াপাড়া পৌর সভার প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাসসহ থানা এলাকার বিভিন্ন জন প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। চলমান অনুষ্ঠানের এক পর্যায় বিভিন্ন স্তরের জনগণের সাথে উন্মুক্ত আলোচনা শোনেন অতিরিক্ত পুলিশ সুপার। এসময় স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিক সমস্যা নিয়ে তাদের নিজ নিজ বক্তব্য অতিরিক্ত পুলিশ সুপারের সম্মুখে উপস্থাপন করেন। অনেক জনসাধারণ পুলিশের সাম্প্রতিক কর্মকান্ডে ভূয়সী প্রশংসার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কেও খোলামেলা বক্তব্য উপস্থাপন করেন।এসময় নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত নওয়াপাড়া নৌবন্দরসহ গুরুত্বপূর্ন এলাকায়আগামী জুন মাসের মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষনা দেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার স্থানীয় জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সভা সঞ্চালনা করেন পুলিশের উপপরিদর্শক (এস আই) উজ্জ্বল হোসেন।

Exit mobile version