স্টাফ রিপোর্টার ॥ ৮ অক্টোবর মঙ্গলবার দিনাজপুরের ঐতিহ্যবাহী অরবিন্দ শিশু হাসপাতালে নির্বাচনে সভাপতি পদে আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক পদে শামীম কবির ও কোষাধ্যক্ষ পদে জহির শাহ্সহ ১৫ সদস্য বিশিষ্ট পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার এ্যাডঃ আশফাক আহম্মেদ, সহকারী নির্বাচন কমিশনার এ্যাডঃ নুরুল ইসলাম ও অশোক কুমার কুন্ডু জানান, আজ ৮ অক্টোবর দুপুর ১টা পর্যন্ত মনোনয়ননপত্র দাখিলের সময় ছিলো এই সময়ে আব্দুস সামাদ- শামীম কবির- জহির শাহ্’র একটিমাত্র পরিষদ জমা পরেছে। আর কোনো পরিষদ বা আর কেউ প্রতিদ্বন্দ্বিতা না করার কারণে উক্ত পরিষদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়েছে। এছাড়া গঠনতন্ত্র অনুযায়ী অরবিন্দ সাধনালয় হতে আরোও ৩জন মনোনীত প্রার্থীর নাম সংযুক্ত হলে অরবিন্দ শিশু হাসপাতালের ৩ বছর মেয়াদী ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হলেন, সভাপতি পদে আব্দুস সামাদ, সহ সভাপতি পদে সুনীর কুমার চক্রবর্তী, মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ শামীম কবির, যুগ্ম সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম খান (শাহীন খান), কোষাধ্যক্ষ জহির শাহ্, মেডিকেল সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, সম্পাদক সমাজ কল্যাণ পদে রেজওয়ান হোসেন চৌধুরী রানা, সম্পাদক শিক্ষা, তথ্য ও যোগাযোগ- আলহাজ্ব মোঃ হারুর অর রশিদ, নির্বাহী সদস্য এ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম ঘুটু, শেখ আব্দুর রশিদ তোতা, মোঃ শফিউল্লাহ খান শুক্লা, কাশী কুমার দাস ঝন্টু, বিধান চক্রবর্তী বাশু ও মোঃ মোস্তাক খান।
ক্যাপশনঃ
৮ অক্টোবর মঙ্গলবার দিনাজপুরের ঐতিহ্যবাহী অরবিন্দ শিশু হাসপাতালে নির্বাচনে সভাপতি পদে আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক পদে শামীম কবির ও কোষাধ্যক্ষ পদে জহির শাহ্সহ ১৫ সদস্য বিশিষ্ট পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।