সম্প্রতি ইনস্টাগ্রামে একটি থাই স্লিট সিকুইন ড্রেসে মধুমিতা সরকার ছবি শেয়ার করেছেন। এই ড্রেসে সোশ্যালে আগুন লাগিয়ে দিয়েছেন মধুমিতা। দুর্দান্ত দেখাচ্ছে তাঁকে। মধুমিতার হট ছবি মিস করবেন না

মাঝেমধ্য়েই হট ড্রেসে বোল্ড বেব হয়ে ধরা দেন সবার সামনে। এবারও তাই করলেন। একটি হাই থাই স্লিট ড্রেসে তাক লাগালেন অভিনেত্রী। তাঁকে দেখে কারও চোখ সরছিল না। মধুমিতার এই সাম্প্রতিক ফটোশ্যুট কারও রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। সেক্সি অবতার দেখে অবাক হবেনই। আপনিও চাইলে এই ধরনের একটি লুক স্টাইল করতে পারেন। তার জন্য কিছু ফ্যাশন টিপস(Fashion Tips) নোট করুন মধুমিতার থেকে। দেখুন তাঁর হট ছবিও। (ছবি- ইনস্টাগ্রাম @madhumita_sarcar)
সুপারহট মধুমিতা

মধুমিতা সরকার অসাধারণ একটি আউটফিট পরেছিলেন। যাঁরা বোল্ড পশ্চিমী পোশাক পরতে ভালোবাসেন, তাঁদের এই ধরনের আউটফিট খুবই পছন্দ হবে। মধুমিতা যেভাবে এই লুকটি ক্যারি করেছেন, তা প্রশংসা করার মতোই। দুর্দান্ত ভাবে স্টাইলিং করেছেন এই আউটফিটটি। চমৎকার দেখাচ্ছে অভিনেত্রীকে। তিনি যখন এই স্লিট ড্রেসে নিজের টোনড পা ফ্লন্ট করেছেন, প্রেমে পড়েছেন অনুরাগীরা। মধুমিতার বাম থাইতে একটি ট্যাটু করা আছে। পোজ দেওয়ার সময়ে এই ট্যাটুটি ফ্লন্ট করতেও ভোলেননি অভিনেত্রী। হটনেস যেন উপচে পড়ছে।
সিকুইন ড্রেসে Madhumita Sarcar

এই ড্রেসটি অফ শোল্ডার। তাই মধুমিতার নেক এরিয়া ভালোই হাইলাইট হয়েছে। সম্পূর্ণ ছবিজুড়েই রয়েছে একটা হট টাচ। শুধুই পোজে নয়, সম্পূর্ণ ফটোশ্যুটেই সেই ছোঁয়া রাখা হয়েছে। একটি সিকুইন ড্রেস পরেছেন অভিনেত্রী। ফ্লোর লেন্থ এই সিকুইন ড্রেসে খুবই সুন্দর দেখাচ্ছে মধুমিতাকে।
ড্রেসটি জুড়ে রয়েছে সিকুইন ওয়ার্ক। যা একটি ব্লিং এফেক্ট দিয়েছে। যে কোনও ইভনিং পার্টিতে এই ধরনের আউটফিট ট্রাই করাই যায়।
স্লিট ডিটেলিংয়ের হট টাচ

এই ধরনের ড্রেস বেশ হট, ঠিকভাবে ক্যারি করতে পারলে আপনিই হয়ে উঠতে পারেন শোস্টপার। ফেরা যাক মধুমিতার ফ্যাশন স্টেটমেন্টে। এই ড্রেসের বাঁদিকে হাই থাই স্লিট ডিটেলিং যোগ করা হয়েছিল। এই স্লিট ডিটেলিং ড্রেসে হট টাচ দিয়েছিল। অন্যতম সেক্সি এলিমেন্ট ছিল এটিই। নিজের বাম পা দুর্দান্তভাবে ফ্লন্ট করার সুযোগ এক শতাংও হাতছাড়া করেননি অভিনেত্রী। প্রতিটি পোজই ছিল কিলার। হটনেসের যেন ছড়াছড়ি।
এক চুটকিতেই কাড়লেন লাইমলাইট

এই ড্রেসটি অফ শোল্ডার ছিল। নেকলাইনও ছিল বেশ ডিপ। বডিফিট প্যাটার্নের এই ড্রেসটি মধুমিতার ফিগারকে হাইলাইট করেছিল। তাঁর কার্ভলাইনকে কমপ্লিমেন্ট দিচ্ছিল ড্রেসটি। বডিকন এই ড্রেসে মধুমিতার হটনেস ছিল দেখার মতোই। ডিপ নেকলাইনে আটকে যেতে পারে নজরও। এই আউটফিটে মধুমিতার ফটোশ্যুটটি অসাধারণ বললেও কম বলা হয়।
আপনি স্টাইল করবেন কীভাবে?

এর সঙ্গে মানানসই কানের দুলে স্টাইলিং করেছিলেন অভিনেত্রী। চুল খোলাই রেখেছিলেন। মেকআপে ছিল ন্যুড টোন। এমনকী ঠোঁটেও ন্যুড শেড ব্যবহার করেছিলেন। তার উপর ছিল গ্লসের ছোঁয়া। সুন্দর ছিল মধুমিতার এই লুক।
আপনিও চাইলে এরকম একটি লুক স্টাইলিং করতেই পারেন। তবে কোনও ইভনিং পার্টিতে এই ধরনের ড্রেস বেশ ভালো মানায়। মধুমিতার মতোই একটি সিকুইন ড্রেস বেছে নিন। তার সঙ্গে হিলস স্টাইল করুন। দুর্দান্ত দেখাবে আপনাকেও।