আইআইডিএফসিতে নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের স্বাধীন পরিচালক এবং লঙ্কা বাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান পদে আসীন ছিলেন।

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি (আইআইডিএফসি) লিমিটেডের
পরিচালনা পর্ষদ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা
সৈয়দ মাহবুবুর রহমানকে (২০২২-২০২৩) দুই বছরের মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত করেছে।
বোর্ড একই মেয়াদের জন্য ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আরএফ
হোসেনকে ভাইস চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ মেহমুদ
হোসেনকে অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত করেছে।
সৈয়দ মাহবুবুর রহমান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের প্রতিনিধিত্বকারী আইআইডিএফসির একজন
পরিচালক। তিনি পূর্বে ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং
সিইও পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ- এর সাবেক চেয়ারম্যান।
নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম
আর.এফ. হোসেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন
করেছেন। তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) – এর বর্তমান চেয়ারম্যান।
অডিট কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মেহমুদ হোসেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও
প্রধান নির্বাহী কর্মকর্তা। এর আগে তিনি ব্যাংক এশিয়া লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালকের
দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড এবং লঙ্কাবাংলা সিকিউরিটিজ
লিমিটেডের স্বাধীন পরিচালক এবং লঙ্কা বাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান পদে আসীন
ছিলেন।

Exit mobile version