ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি
(আইআইডিএফসি)-এর প্রধান কার্যালয় এবং শাখা অফিসগুলোতে সোমবার ৬ মার্চ,
গ্রাহকদের নিয়ে ‘আর্থিক সাক্ষরতা দিবস-২০২৩’ পালিত হয়েছে। সর্বস্তরে আর্থিক
সাক্ষরতা নিশ্চিতকরণ এবং প্রবাসী আয় বৈধ পথে প্রেরণের লক্ষ্যে সামাজিক
সচেতনতা বৃদ্ধির স্লোগানকে সামনে রেখে দিবসটি পালিত হয়। এ উপলক্ষ্যে বাংলাদেশ
ব্যাংকের নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠানটি এর প্রধান কার্যালয়সহ সকল শাখায়
আর্থিক সাক্ষরতা দিবসে নানা কর্মসূচীর আয়োজন করে।
প্রধান কার্যালয়ের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইআইডিএফসির ব্যবস্থাপনা
পরিচালক এবং বিএলএফসিএর চেয়ারম্যান জনাব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। এতে
প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাসহ গ্রাহকেরা উপস্থিত ছিলেন।
সঞ্চয়ের সুফল, বৈধ পথে অর্থ প্রেরণ সহ আর্থিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে
অনুষ্ঠানে আলোচনা করা হয়। বৈধ পথে অর্থ লেনদেন বিশেষ করে, বিদেশ থেকে
ব্যাংকের মাধ্যমে অর্থ স্থানান্তর করার বিষয়ে উপস্থিত গ্রাহকদের অবগত করা
হয়।
বাংলাদেশ ব্যাংকের সঞ্চয় প্রবণতা ও আর্থিক সাক্ষরতা সংক্রান্ত নীতিমালা মেনে
গ্রাহকদের মাঝে আর্থিক সাক্ষরতা গড়ে তোলার লক্ষ্যই দিবসটির মূল। এর মাধ্যেমে
কৃষক ও নিম্ন আয়ের জনগোষ্ঠী, ছাত্র- ছাত্রী, এসএমই খাতের জনগোষ্ঠী, নারী
উদ্যেক্তা এবং যুবসমাজ, শিক্ষক ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া
সাধারণ জনগোষ্ঠীকে আর্থিক খাতে অর্ন্তভূক্ত করাই আইআইডিএফসির উদ্দেশ্য।