আগুন থেকে অল্পের জন্য রক্ষা

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

 

অল্পের জন্য বড় ধরনের আগুনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় দোহারের জয়পাড়া বাজারের একটি ভবন। ঘটনাটি ঘটে বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকার দোহারের জয়পাড়া বাজারের এবি ব্যাংক সংলগ্ন একটি আবাসিক হোটেলের বারান্দার তৃতীয় তলায় এ আগুন লাগে।

 

একটি ব্যাংক সংলগ্ন  আবাসিক হোটেলের সামনে ময়লা আবর্জনা পাত্রে (garbage bin) সিগারেটের অংশ ও গ্যাসলাইটের বিস্ফোরণ ঘটে এবং বিকট শব্দ ও ধোঁয়ার উৎপত্তি হয়। ধোঁয়া দেখে স্থানীয় লোকজন ভবনে রক্ষিত অগ্নিনির্বাপক (fire extinguisher) এর সাহায্য আগুন নিয়ন্ত্রনে আনে।

 

স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দল সেখানে তৎক্ষণাৎ উপস্থিত হয় এবং জায়গা পরিদর্শন করে। এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি।

 

Exit mobile version