অল্পের জন্য বড় ধরনের আগুনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় দোহারের জয়পাড়া বাজারের একটি ভবন। ঘটনাটি ঘটে বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকার দোহারের জয়পাড়া বাজারের এবি ব্যাংক সংলগ্ন একটি আবাসিক হোটেলের বারান্দার তৃতীয় তলায় এ আগুন লাগে।
একটি ব্যাংক সংলগ্ন আবাসিক হোটেলের সামনে ময়লা আবর্জনা পাত্রে (garbage bin) সিগারেটের অংশ ও গ্যাসলাইটের বিস্ফোরণ ঘটে এবং বিকট শব্দ ও ধোঁয়ার উৎপত্তি হয়। ধোঁয়া দেখে স্থানীয় লোকজন ভবনে রক্ষিত অগ্নিনির্বাপক (fire extinguisher) এর সাহায্য আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দল সেখানে তৎক্ষণাৎ উপস্থিত হয় এবং জায়গা পরিদর্শন করে। এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
শহীদুল ইসলাম শরীফ দোহার (ঢাকা) ২৬-০৫-২০২৫ দোহার উপজেলার জয়পাড়া বাজার সংলগ্ন খালের শোচনীয় অবস্থা। মরা খালের উপর করা হচ্ছে অত্যাচার। বিগত কয়েক বছর আগে খালের পানি দিয়ে গোসল সহ বিভিন্ন কাজ করা হলেও তা সব্ভব হচ্ছে না। কেননা এ খালের দুপাড়ে ফেলা হচ্ছে বাজারের ময়লা আবর্জনা এবং বাজারের বিভিন্ন ফলমুলের…
শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে নাবিল পরিবহনের একটি চলন্ত বাসে এসি বিস্ফোরণে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পান ২০ জন যাত্রী। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার মোকামতলা এলাকার গোল্ডেন চাইল্ড এডুকেশন স্কুলের সামনে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নাবিল পরিবহনের একটি এসি বাস দিনাজপুর…