মরা খালের উপর করা হচ্ছে অত্যাচার

শহীদুল ইসলাম শরীফ দোহার (ঢাকা)
২৬-০৫-২০২৫
দোহার উপজেলার জয়পাড়া বাজার সংলগ্ন খালের শোচনীয় অবস্থা। মরা খালের উপর করা হচ্ছে অত্যাচার।
বিগত কয়েক বছর আগে খালের পানি দিয়ে গোসল সহ বিভিন্ন কাজ করা হলেও তা সব্ভব হচ্ছে না। কেননা এ
খালের দুপাড়ে ফেলা হচ্ছে বাজারের ময়লা আবর্জনা এবং বাজারের বিভিন্ন ফলমুলের উচ্ছিষ্ঠ অংশ বাজার
সংলগ্ন পাকা পুরনো ব্রীজের উপর থেকে এবং পাকা ড্রেন করে মুরগির বর্জ্য ফেলা হচ্ছে এ মরা খালে। খালের
বিভিন্ন জায়গায় দেখা যায় স্তূপিকৃত ময়লা আবর্জনা। দেখলে মনে হবে এ যেন ডাম্পিং পয়েন্ট। জয়পাড়া বাজার
সবসময় ব্যাস্ত থাকে, তবে সেই তুলনায় উন্নয়নের ছোঁয়া নেই। ব্যবসায়ীরা বর্জ্য কোথায় ফেলবে তার
নির্দিষ্ট কোন স্থান নির্ধারণ স্থান নেই। নিরুপায় হয়ে ইছামতি নদীকেই ডাস্টবিন হিসেবে বেছে নিয়েছে
ব্যবসায়ীরা। এতে কমে যাচ্ছে খালের গভীরতা, সংকুচিত হচ্ছে খালের দুপাড়। কিছুদিন আগে জয়পাড়া পুরনো
ব্রীজের পিলারের গোড়ায় স্তূপিকৃত ময়লা আবর্জনায় আগুন লাগলে তা ফায়ার সার্ভিস এর সদস্যরা এসে
নিয়ন্ত্রনে আনে। মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশংকার মধ্যে জয়পাড়া খালের অস্থিত্ব বিপন্নের দিকে।
অন্যদিকে মারাত্মক দূষণের মধ্যে খালটির অবস্থা খুবই নাজুক। খালের পাড়ে বসবাসরত মানুষের দুর্ভোগ চরম
আকার ধারণ করেছে।

Exit mobile version