রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে থাকে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। আর তাই আজ ১৫ ডিসেম্বর (শুক্রবার) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী রয়েছে, তা জেনে নিতে পারেন।
তো আর দেরি নয়; এবার চলুন জেনে নিই- আজ ১৫ ডিসেম্বর (শুক্রবার) কোথায় কী?
প্রধান বিচারপতির কর্মসূচি: বাংলাদেশ আইন সমিতির ৩৭তম বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবন প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কর্মসূচি: পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় যৌথভাবে ‘প্রজেক্টিং জুট অ্যাজ দ্য ফাইবার অব দ্য ফিউচার’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করেছে। ফরেন সার্ভিস একাডেমিতে বেলা পৌনে ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।তথ্যমন্ত্রীর কর্মসূচি: ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বেলা ১১টায় মিন্টো রোডে নিজ বাসভবনে তিনি এ মতবিনিময় করবেন।আইনমন্ত্রীর কর্মসূচি: ‘খুনি জিয়ার আমলে নির্বিচারে বীর মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ড’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আইনমন্ত্রী আনিসুল হক। বেলা ৩টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচি: বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, বাহাউদ্দিন নাসিমসহ ১৪ দলের নেতারা।