আঞ্চলিক নিরাপত্তা জোটে যোগদানের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে সতর্কভাবে অগ্রসর হওয়ার আহবান বিশেষজ্ঞদের

 

ঢাকা, ১৪ ফেব্রুয়ারী ২০২৩: জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক কৌশলবিদরা দেশের অর্থনৈতিক
ও উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এশীয় জোটের সাথে সম্পর্কের মূল ক্ষেত্র চিহ্নিত করতে বাংলাদেশ সরকারের
প্রতি আহ্বান জানিয়েছেন। সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির
সেন্টার ফর পিস স্টাডিজ'র আয়োজনে অনুষ্ঠিত এক জাতীয় সেমিনারে আলোচকরা বলেন, বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে
এশিয়া মহাদেশ সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ায় যে কোন আঞ্চলিক নিরাপত্তা জোটের অংশ হওয়ার
চ্যালেঞ্জগুলো মোকাবেলায় বাংলাদেশকে অবশ্যই সতর্কভাবে অগ্রসর হতে হবে।
এনএসইউ’র উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ইসমাইল হোসেন সভাপতিত্বে সেমিনারে ইন্দো-প্যাসিফিক, বেল্ট অ্যান্ড রোড
ইনিশিয়েটিভ এবং আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তিনটি অধিবেশন অনুষ্ঠিত হয়। সাউথ এশিয়ান ইনস্টিটিউট
অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স ও সেন্টার ফর পিস স্টাডিজের পরিচালক অধ্যাপক এস কে তৌফিক এম হক'র সঞ্চালনায়
অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার
অ্যাডমিরাল (অব.) মোঃ খুরশেদ আলম।
'বাংলাদেশ এবং ইন্দো-প্যাসিফিক' বিষয়ে এনএসইউ'র রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম
জসিম উদ্দিনের উত্থাপিত ধারণাপত্রের উপর আলোচনায় অংশ নেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি,
সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স'র সিনিয়র ফেলো ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম.
সাখাওয়াত হুসেন, এবং এনএসইউ'র রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সহকারী অধ্যাপক ড. রেমন্ড কুন-সান লাউ।
আলোচকরা বলেন, যদিও ইন্দো-প্যাসিফিকের ধারণা কৌশলগত অবস্থানের কারণে এশিয়ায় নতুন নিরাপত্তা উদ্বেগ তৈরি
করেছে, তবে এটি একই সাথে বাংলাদেশের জন্য নতুন বন্ধুর অনুসন্ধান ও অর্থনৈতিক স্পম্পর্ক উন্নয়নের সুযোগ সৃষ্টি
করেছে।
'বাংলাদেশ অ্যান্ড দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' শীর্ষক অধিবেশন ধারণাপত্র উপস্থাপন করেন প্রাক্তন পররাষ্ট্র
সচিব এবং এসআইপিজি'র অধ্যাপক শহীদুল হক। এতে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক
বিভাগের অধ্যাপক এবং চেয়ারপারসন ড. লাইলুফার ইয়াসমিন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড
স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)'র রিসার্চ ফেলো শানজিদা শাহাব উদ্দিন। আলোচকদের পর্যবেক্ষণ অনুযায়ী
বিআরআই কাঠামোর অধীনে বাণিজ্য বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ লাভবান হয়েছে।
মালয়েশিয়া'র ইউনিভার্সিটি সুলতান জয়নাল আবিদীন (UNISZA)'র আইন ও আন্তর্জাতিক সম্পর্ক অনুষদের অধ্যাপক ড.
মাহবুবুল হক, 'বাংলাদেশ ও আসিয়ান’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন।

যোগাযোগ:
জনসংযোগ অফিস, নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)
ড. এস এম রেজওয়ান উল আলম, সহযোগী অধ্যাপক ও ডিরেক্টর, জনসংযোগ অফিস। ফোনঃ +৮৮০১৭১৩০৬৫০১২,
directorpr@northsouth.edu
আসিফ বিন আলী, প্রভাষক ও ডেপুটি ডিরেক্টর, জনসংযোগ অফিস। ফোনঃ +৮৮০১৩১৭৫৩১৪১০,
asif.ali@northsouth.edu
ফারজানা হক, পাবলিক রিলেশনস অফিসার, জনসংযোগ অফিস। ফোনঃ +৮৮০১৮১৬৩৯০৫১৯,
haque.farzana@northsouth.edu
এনএসইউ'র উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ইসমাইল হোসেন উদীয়মান এশীয় জোটের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও
উন্নয়নের লক্ষ্যগুলিকে সুরক্ষিত করতে বঙ্গবন্ধুর প্রণীত ‘সকলের প্রতি বন্ধুত্ব, কারও প্রতি বিদ্বেষ নয়’ নীতি
অনুসরণের উপর গুরুত্বারোপ করেন।

Exit mobile version