আদিবাসী শব্দ ব্যবহার নিষিদ্ধ ও বন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশের সাংবিধানিকভাবে নিষিদ্ধ শব্দ আদিবাসীকে বাংলাদেশের পাঠ্যপুস্তকের ব্যবহারের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গত ১৫ই জানুয়ারি এনসিটিভি ভবনের সামনে উপজাতীয় “পাহাড়িরা ছাত্র পরিষদ” ও বামপন্থী সন্ত্রাসীরা অত্যন্ত নিশংসভাবে হামলা করে এবং পরবর্তীতে মিথ্যা মামলা করে তার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে ২০ জানুয়ারি, সোমবার সকাল ১১ টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। পিসিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য  বীর মুক্তি যোদ্ধা মোঃ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্থায়ী  কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ আলকাছ আল মামুন ভূঁইয়া। আরো বক্তব্য রাখেন পিসিএনপির স্থায়ী  কমিটির অন্যতম সদস্য শেখ আহাম্মদ রাজু, পিসিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম খলিল চৌধুরী,পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, সরোয়ারদী কলেজ ছাত্র সমন্বয়ক মোঃ শামসুদ্দিন, মোহাম্মদ রাসেল প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে গত ১৫ জানুয়ারি মতিঝিলে ছাত্রদের উপর হামলার এবং মিথ্যা মামলার তীব্র নিন্দা ও বন্দিদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তিনি আরো বলেন, নিষিদ্ধ শব্দ “আদিবাসী “স্বীকৃতির দাবি গভীর ষড়যন্ত্র বন্ধ করা, পার্বত্য চট্টগ্রাম বাজার ফান্ড লোন চালুর দাবি, ব্যাবসায় উপজাতিদের ন্যায় বাঙ্গালিদের ট্যাক্স মওকুফ করা এবং পার্বত্য চট্টগ্রামের ভূমি বন্দোবস্তো চালু, অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান।
Exit mobile version