শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দিবসের তাৎপর্য অনস্বীকার্য : অধ্যাপক হারুনুর রশিদ খান
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেছেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস আমাদেরকে শ্রমিকদের অধিকার আদায়ের অনুপ্রেরণা দেয়। শ্রমিকদের ওপর চলা নিপীড়ন-নির্যাতন প্রতিবাদ-প্রতিরোধের আহŸান জানায়। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ গড়ার জন্য শ্রমিক দিবসের তাৎপর্য অনস্বীকার্য।
তিনি আজ রাজধানীর একটি মিলনায়তনে ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ফেডারেশনের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মহানগরী সভাপতি মোঃ মহিব্বুল্লাহ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমান-এর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন মহানগরীর সহ-সভাপতি মিজানুল হক, সহ-সাধারণ সম্পাদক হোসাইন আহমদ প্রমুখ।
অধ্যাপক হারুনুর রশিদ খান বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিন শ্রমিকদের সম্মান জানিয়ে সরকারি ছুটি দেওয়া হয়েছে। এতটুকু ছাড়া শ্রমিকদের আর কোথাও সম্মান দেওয়া হয় না। শ্রমিকরা একদিনের জন্য সম্মান চায় না। তারা তাদের শ্রমের সম্মান চায়। শ্রমের বিনিময়ে প্রাপ্য মজুরি চায়। শ্রমিকরা কখনো বলে না আমাদের অতিরিক্ত বেতন-ভাতা দাও। তারা যতটুকু শ্রম দেয় তার ন্যায্য বিনিময় পেলেও খুশি মনে বাড়ি ফিরে যায়। আমাদের দেশের মালিকরা বড়ো আত্মভোলা। তারা শ্রমিকদের কাছ থেকে শ্রম ঠিকই বুঝে নিলেও বেতন-ভাতা দেওয়ার সময় সব কিছু ভুলে যায়। তারা ভুলে যায় শ্রমিকরা তাদের সম্পদ বৃদ্ধির জন্য দিনরাত অবিশ্রান্ত পরিশ্রম করে যাচ্ছে। মালিকের আয় উন্নতি বৃদ্ধির জন্য বছরে একটানা কাজ করে যাচ্ছে। ৮ ঘণ্টার বদলে কখনো ১২-১৪ ঘণ্টা পর্যন্ত কাজ করে যাচ্ছে। এত এত পরিশ্রম করার পরেও মালিকের মন পাওয়া যায় না। মালিক শুধু মুনাফার স্বপ্ন দেখে। শ্রমিকের সুখ-শান্তি নিয়ে বিন্দুমাত্র ভাবার সময় পায় না।
তিনি বলেন, পুঁজিবাদী অর্থনীতি মালিকদের অন্ধ করে দিয়েছে। মালিকরা সম্পদ বৃদ্ধি প্রতিযোগিতায় নেমেছে। পুঁজিবাদী অর্থনীতি শুধুমাত্র দুনিয়া কেন্দ্রীক। এই ভ্রান্তনীতির খপ্পরে পড়ে মালিকরা আখেরাতের কথা ভুলে গিয়েছে। তারা ভুলে গিয়েছে এই দুনিয়ার জীবন মানুষের শেষ না। জীবনের শুরু অংশমাত্র। আখেরাতের জীবন মানুষের চিরস্থায়ী জীবন। কাল কেয়ামতের ময়দানে তাকে কঠিন হিসেবের মুখোমুখি হতে হবে এই কথা আজকের মালিকদের মনে নেই।
অধ্যাপক হারুনুর রশিদ খান বলেন, ইসলাম ছাড়া মানুষের মুক্তি নেই। মানুষের জীবনের এমন কোনো দিক নেই যার সম্পর্কে ইসলাম নির্দেশনা দেয়নি। ইসলাম শ্রমকে অত্যাধিক গুরুত্ব দিয়েছে। আল্লাহর নবী (সা.) শ্রমজীবী মানুষের কল্যাণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নীতি ঘোষণা করেছেন। তিনি ঘোষণা করেছেন, ‘শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার মজুরি পরিশোধ করতে হবে।’ শ্রমিকের অধিকার আদায়ে এরচেয়ে ভালো ও সর্বোত্তম নীতি আর কেউ প্রণয়ন করতে পারেনি এবং কোনো দিন পারবে না। আল্লাহর রাসুল (সা.) দেখানো পথে শ্রমজীবী মানুষের কল্যাণ নিহিত রয়েছে।
সারাদেশের নিম্নোক্ত শাখায় আন্তর্জাতিক শ্রমিক দিবসের কর্মসূচি পালিত হয়েছে
নারায়ণগঞ্জ মহানগর: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগর সভাপতি আব্দুল মোমিন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন মুন্না-এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন।
ঢাকা মহানগরী দক্ষিণ: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণের সিএনজি অটো রিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন সভাপতি মিজান খান-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগরী সভাপতি আব্দুস সালাম। বিশেষ অতিথি মহানগরী সহ-সভাপতি নজরুল ইসলাম।
চট্টগ্রাম মহানগর: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানার উদ্যোগে শ্রমিক পরিবারের সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। থানা সভাপতি এম আসাদ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান হোসাইন-এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূঁইয়া।
সিলেট মহানগর: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে সিলেট মহানগরের বিমান বন্দর থানা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগর: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে গাজীপুর মহানগরের শিল্পাঞ্চল থানার উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রংপুর মহানগর: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে রংপুর মহানগরের ১৪নং ওয়ার্ড কাঠ ফার্নিচার ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ মহানগর: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ মহানগরের রিকশা ও রিকশা ভ্যান চালক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মহানগরের উদ্যোগে ফ্রি চিকিসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
খুলনা জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে খুলনা জেলার কয়রা উপজেলার চাতাল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শেরপুর জেলার কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা জেলা উত্তর: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে কুমিল্লা জেলা উত্তরের বুড়িচং উপজেলা কৃষি শ্রমিক ইউনিয়ন, চান্দিনা উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন, তিতাস উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, মুরাদনগর উপজেলা ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং দেবিদ্বার উপজেলা ও পৌরসভার উদ্যোগে পৃথকভাবে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোলা জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ভোলা জেলার পৌরসভার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা ট্রাক, মিনি ট্রাক ও পিকাপ শ্রমিক ইউনিয়ন, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পৃথকভাবে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা এবং জেলার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে অটো ভ্যান ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
লক্ষ্মীপুর জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড় জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা দর্জি শ্রমিক ও রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পৃথকভাবে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রেলওয়ে এমপ্লয়ীজ লীগ: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ফেডারেশনের অর্ন্তভুক্ত বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের উদ্যোগে ঢাকা ও লালমনিরহাটে পৃথকভাবে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে নরসিংদী জেলার মাধবদী উপজেলার উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, ভেড়ামারা, দৌলতপুর, মিরপুর উপজেলা ও মিরপুর উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পৃথকভাবে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।