আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন ১৮ লাখ ৪৭ হাজার টাকা

আবেদন করতে পারবেন।

প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর জোট আইইউসিএন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটির বাংলাদেশ অফিসে একাধিক পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র প্রোগ্রাম অফিসার। পদসংখ্যা: অনির্ধারিত। আবেদন যোগ্যতা : ফরেস্ট্রি, বোটানি, বায়োলজিক্যাল সায়েন্সেস, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স বা এ ধরনের যেকোনো বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ম্যানেজারিয়াল কাজ বা আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যোগাযোগে দক্ষ ও ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। বেতন: বছরে মোট বেতন ১৮ লাখ ৪৭ হাজার ৫৯১ টাকা।

আবেদন যেভাবে : আবেদন করতে ক্লিক করুন এখানে।

পদের নাম: প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট। পদসংখ্যা: অনির্ধারিত। আবেদন অভিজ্ঞতা: জিওলজি, ওয়াইল্ডলাইফ বায়োলজি, মেরিন সায়েন্স, ফরেস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স বা এ ধরনের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। বেতন: বছরে মোট বেতন ৫ লাখ ৬১ হাজার ৮৭৪ টাকা

আবেদন যেভাবে: আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ সময়: ৭ ফেব্রুয়ারি ২০২২।

Exit mobile version