আপিলের পর ভোট পুনর্গণনায় জিতলেন যিনি

জয়ী হয়েও জয় উদযাপন করছেন না।

বিনোদন ডেস্ক : অবশেষে শান্তিপূর্ণভাবে শেষ হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। উক্ত নির্বাচনে শক্তিশালী দুই প্যানেলের কারণে শেষ পর্যন্ত কঠিন লড়াইয়ে পরিণত হয়। এদিকে চিত্রনায়িকা নিপুণ আক্তারের আপিলের পর ভোট পুনর্গণনায়ও জিতলেন জায়েদ খান।

আজ শনিবার সন্ধ্যায় সাধারণ সম্পাদক পদের ভোট পুনর্গণনা করে এই ঘোষণা দেন আপিল বিভাগের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। এ নিয়ে তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত জায়েদ খান, তবে তিনি জয়ী হয়েও জয় উদযাপন করছেন না।

 

এদিকে, নিপুণের আপিলের পর ভোট পুনর্গণনার আপিল বিভাগের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান বলেন, নির্বাচন কমিশনের ফল সঠিক আছে। নিপুণের ১৪ ও জায়েদের ১২টি ভোট অকার্যকর হয়েছে। মোট ২৬টি। আর এগুলো হয়েছে ভোটারদের ভুলে। পুনরায় গণনার সময় নিপুণ উপস্থিত ছিলেন। তিনি এতে সন্তুষ্ট।

জানা যায়, ভোট পুনর্গণনার সময় আপিল বিভাগের সঙ্গে আরো উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, নিপুণ আক্তার, জায়েদ খান ও জয় চৌধুরী। এর আগে, বিকেলে এফডিসিতে সাংবাদিকদের নিপুণ অভিযোগ করেন- তাকে অসহযোগিতা করা হয়েছে। আমার ১৬টি ভোট নষ্ট হয়েছে কীভাবে?

Exit mobile version