গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, অনেক ত্যাগ ও শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই আমাদের কুরআনের শিক্ষা ও ইসলামী মূল্যবোধ অনুসরণ করে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমরা অপরাজনীতি ও অপশক্তিকে কখনো আশ্রয় দেব না বরং আল্লাহর জমিনে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করবো।
রোববার বিকেলে উপজেলার সোনারায় হাইস্কুল মাঠে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ডোমার শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে এসব মন্তব্য করেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি ও তার ছোটভাই আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলামের পক্ষ থেকে ওই ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-উলামা, সুধিজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও এলাকাবাসীসহ ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা জমিয়তের সভাপতি ইসমাইল হোসেন রিয়াজী, সহ-সভাপতি মাওলানা রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মনজু, ডোমার শাখার সভাপতি মাওলানা ফজলুর রহমান, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাহমুদ বিন আলম, উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল হাকিম, ডোমার পৌরসভা বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু প্রমূখ।