ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কণিষ্কা সোনি সকলের কাছেই খুব পরিচিত। হিন্দি ধারাবাহিকের জগতে অন্যতম জনপ্রিয় মেগা সিরিয়াল দিয়া অউর বাতি হাম এর নায়িকা হিসাবেই বিশেষ পরিচিত তিনি। তার অসাধারণ অভিনয়ের গুণে সকলের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সম্প্রতি একটি কথা তার সম্বন্ধে উঠে এসেছে নেট দুনিয়ায়। সেটি হল তিনি নাকি নিজেই নিজেকে বিয়ে করেছেন।
কণিষ্কার মঙ্গলসূত্র ও সিঁদুর পরা ছবি দেখে তাঁর ফ্যানেরা অনেকেই ভেবেছিলেন যে, হয়তো শ্যুটিং সেট থেকে ছবি পোস্ট করেছেন তিনি। কিন্তু এরপরই নিজের সঙ্গে নিজের বিয়ের কথা ঘোষণা করতেই রীতিমতো হতবাক হয়ে যান তাঁর ফ্যানেরা। কণিষ্কা ইনস্টাগ্রামে লেখেন, ‘নিজের সঙ্গেই বিয়ে করলাম কারণ আমি নিজেই নিজের সব স্বপ্ন পূরণ করি। আমি নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসি। আমার জীবনে কোনও পুরুষের দরকার নেই। আমি একাই আনন্দে থাকি। আমার গিটার নিয়ে থাকি।’
তিনি আরও বলেছেন যে, ‘আমি দেবী, শক্তিশালী, শিব ও শক্তি দুইই রয়েছে আমার মধ্যে। ধন্যবাদ।’ তবে কণিষ্কাই প্রথম নয়, এর আগে গুজরাটি মেয়ে ক্ষমা বিন্দু নিজেই নিজেকে বিয়ে করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। এবার সেই একই কাজ করলেন কনিষ্কা। বর্তমানে অভিনেত্রী নিউইয়র্কে ছুটি কাটাচ্ছেন। কণিষ্কা আহমেদাবাদের মেয়ে কিন্তু কাজের সূত্রে মুম্বই এখন তাঁর স্থায়ী বাসস্থান।
শেষ তাঁকে দেখা গিয়েছিল টেলিভিশন ধারাবাহিক ‘দেবী আদি প্রশক্তি’-তে। সেখানে দেবী গঙ্গার চরিত্রে অভিনয় করতেন কণিষ্কা। দেবো কা দেব মহাদেব, মহাভারত, পবিত্র রিস্তা, বেগুসরাই, সংকটমোচন মহাবলী হনুমান, কুলফি কুমার বাজেওয়ালা সহ বেশ কয়েকটি ধারাবাহিকে দেখা গেছে তাঁকে। এমন কি রাজনীতি করতেও দেখা গিয়েছে তাকে। এবার নিজের বিয়ের ছবি ইন্সটাতে পোস্ট করার সাথে সাথেই একাধিক কটাক্ষ ধেয়ে আসে তার দিকে।