যাত্রা শুরু করল এলার্ট বাংলাদেশ //
ভিন্ন ঘরানার গল্পে ‘নারী’ ও ‘ডানপিটে ছেলে’ //
নতুন বছরে নতুন প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে বিনোদন ভিত্তিক কনটেন্ট নির্ভর নতুন ইউটিউব চ্যানেল ‘এলার্ট বাংলাদেশ’। সদ্য এই চ্যানেলটি ‘নারী’ ও ‘ডানপিটে ছেলে’ নামের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের টিজার প্রকাশের মাধ্যমে নতুন এই চ্যানেলটির যাত্রা শুরু হয়েছে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা, কাজী নওশাবা আহমেদ, মো. ইকবাল হোসেন, এল আর খান সীমান্ত, পূর্ণিমা বৃষ্টি, সঞ্চিতা দত্ত, সালমান কায়সার রানা, মো. মাসবাউল মন্ডল সোহান, তৌহিদুল ইসলাম তাইফ প্রমুখ।
আবদুল্লাহ জহির বাবুর গল্পে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। ফাইট পরিচালনা করেছেন এডওয়ার্ড ফ্রান্সিস গোমেজ ও এআর রোমেল। কাজ দুটি প্রযোজনা করেছেন খসরু পারভেজ রুমী। ক্যামেরায় ছিলেন লিটন আর সম্পাদনায় কামরুল হাসান ফুয়াদ।
এ প্রসঙ্গে চিত্রনায়ক আমান রেজা বলেন, ‘নতুন বছরে নতুন দুটি কাজ পেতে যাচ্ছেন দর্শকরা। পরিচালকের সঙ্গে প্রথম কাজ হলেও পুরো টিম দারুণ করেছেন। এ সময়ের দর্শকদের চাহিদা অনুযায়ী কনটেন্ট দুটি নির্মিত হয়েছে। ভিন্ন ঘরানার দুটি কাজ আসতে যাচ্ছে। সবাই এলার্ট বাংলাদেশের সঙ্গে থাকবেন।’
নিজেদের আত্মরক্ষার গল্প তুলে ধরা হয়েছে জানিয়ে নওশাবা বলেন, ‘এলার্ট বাংলাদেশ মানেই হচ্ছে তুমি প্রতিটি মুহূর্তে রেডি থাকো। শুধু নিজের কথা ভাবলেই হবে না অন্যের কথাও ভাবতে হবে। নারী আমার করা অন্যরকম একটি কাজ। বিশেষ করে নারীদের এই কাজটি দেখা উচিত। কারণ, এটি দেখলে নারীরা বুঝতে পারবে কিভাবে তাদের আত্মরক্ষা করবেন। আমি যোদ্ধা, কামব্যাক করে আজ এখানে দাঁড়িয়ে আছি। এভাবেই মেরুদন্ড সোজা করে দাঁড়িয়ে থাকতে চাই। নতুন বছরে দর্শকরা দারুণ দুটি কাজ পেতে যাচ্ছেন।’
পূর্ণিমা বৃষ্টি বলেন, ‘ডানপিটে ছেলে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বাস্তবধর্মী গল্পে নির্মিত হয়েছে। এমন বাস্তব ঘরানার গল্পে কাজ করতে পেরে ভালো লাগছে। চরিত্রটি চ্যালেঞ্জিং। সবারই উচিত নিজেদের আত্মরক্ষার জন্য কলা শেখা, যা এই গল্পে তুলে ধরা হয়েছে। পরিচালকের সঙ্গে প্রথম কাজ হলেও দারুণ একটি কাজ দর্শকরা পেতে যাচ্ছেন।’
পরিচালক কামরুজ্জামান রোমান বলেন, ‘এ সময়ে লগ্নি করে টাকা তুলে আনা বিশাল একটা ব্যাপার। সেই জায়গা থেকে প্রযোজক খসরু পারভেজ রুমী ভাই আমার প্রতি আস্থা রেখেছেন। আমিও চেষ্টা করেছি সময়ের চাহিদার কথা মাথায় রেখে ভিন্ন ঘরানার দুটি কাজ উপহার দেওয়ার। আশা করছি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুটি মুক্তি পেলে সবার পছন্দ হবে। কাজ দুটি দেখতে এলার্ট বাংলাদেশের সঙ্গেই থাকুন।’
জনপ্রিয় চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু বলেন, ‘আমরা একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যেকোনো সময়, যেকোনো জায়গায় ছোট একটি ঘটনা থেকে বড় কিছু ঘটে যেতে পারে। এলার্ট বাংলাদেশ বিভিন্ন কনটেন্টের মাধ্যমে সমস্ত দর্শকদের প্রশিক্ষত করতে চায়। নিজেদের আত্মরক্ষা কিভাবে করা যায় তাই এই ইউটিউব চ্যানেলে কাজের মাধ্যমে তুলে ধরা হবে। ‘নারী’ ও ‘ডানপিটে ছেলে’ দিয়ে আমাদের পথচলা শুরু।’