নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ঊনসত্তুরের মহানায়ক শহিদ আসাদের ইতিহাস আড়ালের চেষ্টা চলছে। ছাত্র-যুব-জনতা অনতিবিলম্বে বাংলাদেশের সকল শ্রেণির পাঠপুস্তকে আসাদের রক্তাক্ত শাহাদাতের ইতিহাস তুলে ধরার দাবি জানাচ্ছি।
২০ জানুয়ারি বিকেল ৩ টায় বিজয় নগরস্থ কার্যালয়ে ‘শহিদ আসাদের জীবন দান বনাম বর্তমানের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় নেতৃবৃন্দ আরো বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি বিদ্যুৎ- তেল-গ্যাস-বাড়ি ও গাড়ি ভাড়া বৃদ্ধির মত গণবিরোধী সকল সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছে ছাত্র-যুব-জনতার পক্ষ থেকে। কেননা, করোনা পরিস্থিতির পর সারাদেশে যখন নীতিহীনতার রাজনীতিক আর প্রশাসনিক ব্যক্তিদের দৌড়াত্ম চলছে, তখন নতুন করে বিদ্যু- তেল-গ্যাসের দাম বৃদ্ধি মরার উপর খরার ঘা হিসেবে প্রতিয়মান হচ্ছে।
এর আগে সকালে শহিদ আসাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।