ইউডাতে এমবিএ  প্রোগ্রামের  ক্লোসিং সেরেমনি অনুষ্ঠিত

এমবিএ ও ইএমবিএ  প্রোগ্রামের বিভিন্ন ব্যাচের ক্লোসিং সেরেমনি প্রোগ্রাম বিশ্ববিদ্দালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষাথীরা তাদের শিক্ষা জীবনের নানা স্মৃতিচারণ করেন,কেক কাটা এবং এবং ক্রেস্ট গ্রহণের মাদ্ধমে  প্রোগ্রামটি শেষ হয়।

অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন, বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি প্রফেসর মুনির আহমেদ, ডেপুটি এক্সাম কন্ট্রোলার আব্দুর রাকিব, কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনারিং বিভাগের চেয়ারম্যান ও অ্যাসোসিয়েট প্রফেসর মোঃ আশেক আল আজিজ।

 

প্রোগ্রাম পরিচালনা ও মডারেট করেন, ইউডার ম্যানেজমেন্ট ও এইচ.আর.এম বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং মাস্টার্স প্রোগ্রামের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ড.এ.এইচ.মুন্তাকিম।

 

মার্কেটিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মাহমুদুল কবির সন্ধিএকাউন্টিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তানজিনা শহীদ সহ অন্যান্য শিক্ষক  মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীবৃন্দ  বিভিন্ন  প্রোগ্রামে  উপস্থিত ছিলেন।

Exit mobile version