ইন্দুরকানীতে মাদ্রাসাছাত্রী হত্যা মামলায় ঢাকা থেকে মামা গ্রেফতার

মোঃ জিয়াউল,
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরে ইন্দুরকানীতে মাদ্রাসাছাত্রী লাবনী আক্তার (৬) হত্যা মামলায় তার চাচাতো মামাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ঢাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির হাবিবুল্লাহ জসিম (২৫)।

নিহতের স্বজনরা জানান, মা-বাবার ডিভোর্স হওয়ায় লাবনী কালাইয়া গ্রামের তার নানা শহিদুল ইসলাম মৃধার বাড়িতে থেকে লেখাপড়া করত।

ঘটনার দিন চাচাতো নানা নুরুল ইসলাম সিকদারের বাড়িতে খেলতে গেলে সেখান থেকে লাবনী আক্তার নিখোঁজ হয়।

পাঁচদিন পর ৫ নভেম্বর নুরুল ইসলাম সিকদারের বাড়ির বাগান থেকে হাতের কবজি ও পায়ের গোড়ালী বিচ্ছিন্ন অবস্থায় তার লাশ পুলিশ উদ্ধার করে।

লাবনী বাগেরহাট জেলার কচুয়া উপজেলার লাভলু হাওলাদারের মেয়ে।

ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শিশু হত্যা মামলার আসামি হাবিবুল্লাহ জসিমকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে হত্যার আলামত উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

Exit mobile version