ইন্দুরকানীতে মুদি দোকানে চুরি

মোঃ জিয়াউল,
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ ইন্দুরকানী  উপজেলা পাড়েরহাট বন্দর বাজারে আব্দুল খালেক ফকির এর  মুদি-মনোহারি একটি দোকানের সাটারের তালা ভেঙে ও হুক ভেঙে দোকান চুরি। গতকাল ২৭ জানুয়ারি(বৃহস্পতিবার) আনুমানিক মধ্যে রাতে চোরেরা সংগঠিত হয়ে পরিকল্পিতভাবে ওই চুরির ঘটনা ঘটিয়েছে দোকানের সামনের সাটার ভেঙে ভিতরে প্রবেশ করে দুইটি ক্যাশ ভেঙে আনুমানিক নগদ ৩১০০০০( তিন লক্ষ দশ হাজার) টাকা নিয়ে যায়।
দোকান মালিক জানান বৃহস্পতিবার দোকানের বেচা-বিক্রি সেরে রাত নয়টায় দিকে দোকান বন্ধ করি। পরদিন শুক্রবার সকালে দোকান খুলতে গিয়ে দেখি সাটারের হুক ও তালা ভাঙা তারপর ভিতরে প্রবেশ করি দেখলাম দুটি ক্যাশ ভেঙে এলোমেলো অবস্থায় ফেলে রাখে তারপর স্থানীরদের জানাই ও বাজার কমিটিকে খবর দেই এবং থানায় পুলিশকে জানিয়েছি৷
Exit mobile version