পাকিস্তানের লাহোরে ১৪৪ ধারা জারি করে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর কয়েকজনকে গ্রেফতারের পর কর্মীদের শান্তিপূর্ণভাবে বাড়িতে ফিরে যেতে বলেছে দলটি।
বুধবার (৮ মার্চ) পাঞ্জাব স্বরাষ্ট্র বিভাগ ১৪৪ ধারা জারির মাধ্যমে মার্চের আগে পিটিআইয়ের সব ধরনের নির্বাচনী প্রচারণা ও জনসভা নিষিদ্ধ করে। এসময় ইমরান খানের বাস ভবন জামান পার্কের সামনে থেকে নেতাকর্মীদের গ্রেফতার করে জেল-হাজতে নিয়ে যাওয়া হয়। ‘জিও’ এর এক খবরে এসব তথ্য জানানো হয়।
পিটিআই সিনিয়র নেতা হাম্মাদ আজহার এক বিবৃতিতে বলেন, বিশৃঙ্খলার সৃষ্টির জন্য পাঞ্জাব তত্ত্বাবধায়ক সরকার ও কেন্দ্রীয় সরকার দায়ী। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করা সত্ত্বেও আমদের নির্বাচনী প্রচারের অনুমতি দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, ‘আমি আমার সকল কর্মীকে শান্তিতে বাড়ি ফিরে যেতে বলেছি। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের উপর দায় চাপাতে চায়। কিন্তু আমরা তাদের সফল হতে দেব না।’
পাকিস্তানের সাবেক জ্বালানিমন্ত্রী বলেন, পুলিশ কিছু জায়গায় শ্রমিকদের ওপর কাঁদানে গ্যাসে নিক্ষেপ করেছে। তারা এখনো সেটা অব্যাহত রেখেছে।
এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা ফারুখ হাবিব বলেন, আলি বিলাল নামে দলটির এক কর্মী ‘সার্ভিসেস হাসপাতালে’ নিহত অবস্থায় পড়ে আছেন। পাঞ্জাবের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নকভির কাছে এ হত্যার ব্যাখ্যা দাবি করেছেন তিনি।
তিনি দাবি করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রক্তপাত করতে চেয়েছিল। তারা তাদের উদ্দেশ্য সম্পন্ন করেছে। তাদের দলীয় কর্মীর মৃত্যুর জন্য প্রশাসনকে দায়ী করেন তিনি।
সার্ভিসেস হাসপাতাল প্রশাসন ‘জিও’ নিউজকে জানায়, পিটিআই কর্মী তার মাথায় আঘাত পেয়েছেন। যদিও তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
আলী বিলালের মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়ে ইমরান খান তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লিখেছেন, বৃহস্পতিবার (৯ মার্চ) সারা দেশে তার গায়েবী জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে রাজধানী নগরীর পুলিশের (লাহোর) পক্ষ থেকে বলা হয়, পিটিআই জনতার আক্রমণে তাদের ২ ডিএসপি এবং এক এসএইচও সহ ১১ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।