ইসলামপুরে আওয়ামী লীগের উদ্যোগে বিজয়ের ৫০ বছর উদযাপনে শোভাযাত্রা

বাঙালি জাতি; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।  বাঙালি জাতি; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে জামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ঐতিহাসিক বটতলা চত্তরে এসে  পথসভা অনিষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আঃ সালাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল।
এতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আঃ লতিফ সরকার,আঃ রাজ্জাক লাল মিয়া,অধ্যক্ষ জামাল আবু নাছের চৌধুরী চার্লেস,যুগ্ম সম্পাদক,ফরিদ উদ্দিন আহমেদ,মাকছুদুর রহমান আনছারী,সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আঃ কাদের শেখ,বীর মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম, শহর আওয়ামী লীগ সভাপতি অংকন কর্মকার,সাধারণ সম্পাদক প্রভাষক খলিলুর রহমান, যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম বাবু,সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু,শহর যুবলীগ আহবায়ক মনিরুজ্জামান লাজু,মহিলা আওয়ামী লীগ সভাপতি আফরোজা আজাদ তানিয়া,সাধারণ সম্প্দ রাশেদা বেগম,ছাত্রলীগ সভাপতি রুরে আজাদ ইমরান,সাধারণ সম্পাদক আলহাজ মিয়া সহ আওয়ামী লীগেরর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।
Exit mobile version