লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার(৬ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা এ,এল,এম রেজুয়ান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনার কর্মসূচীর আওতায় রবি মৌসুমে উপজেলার ৬ হাজার ৬১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হবে। এদের মধ্যে ৫ হাজার ২শত জন মধ্যে সরিষা, ৫শত ৪০ জনের মধ্যে গম, ভুট্রা ৪শত ৫০ জন, পেঁয়াজ ১শত ১০ জন, চিনা বাদাম ১শত ১০ জন, মুগ ডাউল ৩০ জন,মসুর ডাউল ১শত জন ও খেসারি ডাল ৭০ জন কৃষকের মধ্যে এসব বিতরণ করা হবে।
দাঙ্গাকারীদের ট্রাম্পের ক্ষমা লজ্জাজনক : ন্যান্সি পেলোসি
ক্যাপিটল হিলে দাঙ্গার সঙ্গে জড়িত প্রায় ১ হাজার ৬০০ জনকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এমন...