রংপুর বিভাগীয় প্রতিনিধি: বৈষম্য নিরসনে উত্তরবঙ্গের সাধারণ ছাত্র-জনতার ব্যানারে তিন দফা দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। রংপুরের প্রবেশমুখ মডার্ণ মোড়ে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা স¤পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনকে অন্তর্বর্তীকালিন সরকারের উপদেষ্টা নিয়োগের দাবি জানান। আজ ১২ নভেম্বর মঙ্গলবার বিকালে উত্তরবঙ্গের ১৬টি জেলায় একযোগে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে রংপুর প্রেসক্লাবের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর শাপলা চত্ত্বর, লালবাগ, পার্কের মোড় হয়ে মডার্ণ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের সমন্বয়ক ইমরান আহমেদ, ডা. জামিল হোসেন, ইমতিয়াজ ইমতি, নাহিদ হাসান খন্দকার, মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকির প্রমুখ। বক্তারা বলেন, আবু সাঈদ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দেশে প্রথম জীবন দিয়েছেন। উত্তরবঙ্গে প্রথম রক্ত ঝরেছে। অথচ উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে উত্তরবঙ্গই বৈষম্যের শিকার। কোনো জেলা থেকে ১০ জনেরও বেশি উপদেষ্টা নিয়োগ দেওয়া হলেও উত্তরবঙ্গের ১৬ জেলা থেকে একজনকেও উপদেষ্টা পরিষদে রাখা হয়নি। বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতা আন্দোলন করে নতুন দেশ উপহার দিয়েছে। অথচ সেই দেশে এখনো বৈষম্য রয়ে গেছে। শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আখতার হোসেনকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করতে হবে। সেই সঙ্গে অবিলম্বে সুষম উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের দুই বিভাগ থেকে কমপক্ষে দুইজন করে ৪ জন উপদেষ্টা নিয়োগ করা, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য দূর করা, পলিসি প্রণয়নে উত্তরবঙ্গের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পরামর্শ গ্রহণ, বিতর্কিত ও জুলাই-আগস্ট বিপ্লবকে ধারণ করে না এমন উপদেষ্টাকে অন্তর্বর্তীকালিন সরকারে না রাখা এবং প্রত্যেক উপদেষ্টাকে তাদের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিকভাবে জনসম্মুখে প্রকাশ করার তিন দফা দাবি তুলে ধরা হয়। আন্দোলনকারীরা সড়কে বসে প্রায় আধাঘণ্টা বৈষম্যবিরোধী বিভিন্ন শ্লোগান দেন। মঙ্গলবার রংপুর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশে।
উত্তরবঙ্গের উপদেষ্টা নিয়োগসহ তিন দফা দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ
-
by admin
- Categories: বাংলাদেশের সকল ক্যাম্পাস, রংপুর বিভাগ, শিক্ষা
Related Content
মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা ১১তম উলিপুরের তরঙ্গ
by admin ২০/০১/২০২৫
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম ফেরতসহ তিনদফা দাবিতে মানববন্ধন
by admin ২০/০১/২০২৫
মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২ শতাংশ
by admin ২০/০১/২০২৫
ফ্যাসিবাদের বিভিন্ন শাখা-প্রশাখা আবার সক্রিয় হচ্ছে: মাহফুজ আলম
by admin ২০/০১/২০২৫
গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
by admin ১৯/০১/২০২৫
ডিবি হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডা. সাবরিনা
by admin ১৯/০১/২০২৫